The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, February 13, 2016

Android এ SIM Card আনপ্লাগড এবং invalid imei এর সমাধান



অনেক দিন পর টিউন করতে বসলাম । ভুল ভ্রান্তির জন্য প্রথমেই ক্ষ্মা চেয়ে নিচ্ছি ।
আমরা বেশিরভার Android ইউজাররা মিডিয়াটেকের প্রসেসরের Walton/Symphony স্মার্টফোন ব্যাবহার করি । ফোনে নতুনত্ব আনতে কাস্টম রম ফ্লাশ করি অনেকেই ।অনেক সময় কাস্টম রমে বাগ থাকার কারনে অথবা ফ্লাশ করতে গিয়ে ভুল করলে imei invalid হয়ে যায় । কখনো কখনো সিম কার্ড থাকা স্বত্বেও সিম কার্ড আনপ্লাগড দেখায় মানে সিম কার্ড পায় না ।ফলে কাস্টমার কেয়ারে ৩-৪ দিন এর জন্য ফোন ফেলে রাখতে হয় ।  আজ আমি আপনাদের এর সমাধান দেখাব ।

প্রথমে দেখাব কিভাবে সিম কার্ড আনপ্লাগড দেখালে কি করবেন

এর জন্য আপনার দরকার হবে
১   ফোনের Firmwere (search google)
২  Driver
৩  ল্যাপটপ অথবা ডেক্সটপ পিসি
প্রথমে আপনার Firmwere আনজিপ করুন এবং প্রয়োজনীয় driver ইন্সটল করুন ।
এবার sp flash ওপেন করুন ও android-scatter সিলেক্ট করুন ।

Thursday, December 24, 2015

আজীবন আপনার ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলো ব্যবহার করুন নিশ্চিন্ত মনে

আসসালামু আলাইকুম,
আজ যে সফটওয়্যারটি নিয়ে হাজির হলাম তা দিয়ে ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন। আশ্চর্য হবার কিছু নেই। মনোযোগ দিয়ে লিখাটা পরলে যে কেউ কাজটা করতে পারবে।
সচরাচর জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের পক্ষে অনেক ডলার খরচ করে কিনা সম্ভব হয় না। অথচ সেই সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অত্যন্ত জরুরী বলে তার ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হয় বাধ্য হয়ে।
ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলোর ফ্রি বা ট্রায়াল ভার্সন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহার করা যায়। এরপর তা ডেট এক্সপায়ারড হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
এখন থেকে আপনি সেই সমস্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন।কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।
১. কাজটি করার জন্য সবার প্রথম সফটওয়্যারটি এখান থেকে নামাতে হবে এবং Install করতে হবে;
২. এর পর সফটওয়্যারটি ওপেন করান, নিচের ছবির মত আসবে;

Friday, November 27, 2015

কম্পিউটার বৃত্তান্ত :: যে কম্পিউটার দিয়ে বিশ্ব চলে, আধুনিক কম্পিউটার এবং এর প্রকারভেদ!

সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আধুনিক কম্পিউটারের প্রকারভেদ এবং এর আদিঅন্ত নিয়ে আমার আজকের মেগাটিউন!
কম্পিউটারকে আমরা বিভিন্ন ভাবে শ্রেণবিন্যস্ত করে থাকি। তার অধিকাংশ জুড়েই থাকে কম্পিউটারের সাইজ, ফাংশনালিটি, ইনপুট আউটপুট সিস্টেম সম্পর্কিত বিষয়াদি। যদিও শাস্ত্র মতে যে যন্ত্রের মধ্যে একটি মাইক্রোপ্রসেসর রয়েছে তাকেই কম্পিউটার বলা যায় কিন্তু আমরা সাধারন মানুষেরা কম্পিউটার বলতে কিছু বিশেষ শ্রেণীর ডিভাইসকেই বুঝি। আমাদের স্বল্প জ্ঞানে আমরা সাধারনত সেই সব ডিভাইসকেই কম্পিউটার বলে আখ্যায়িত করি যাদেরকে মাউস, কিবোর্ড এর সাহায্যে ইনপুট দেওয়া যায়। সেই ইনপুট বিশ্লেষণের জন্য তাদের একটি প্রকৃয়াজাতকরণ ইউনিট রয়েছে এবং সেটার ফলাফল দেখানোর জন্য রয়েছে একটি ডিসপ্লে। আমাদের এই বিশ্লেষণ ক্ষমতা দ্বারা কম্পিউটার কথাটি একটি বিশেষ জায়গায় সীমাবদ্ধ থাকে। সেখানে কম্পিউটার মানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ ছাড়া আর কিছু মাথায় আসে না। কিন্তু কম্পিউটার কি আসলেই ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাঝে সীমাবদ্ধ? আপনাদের এখনি এই প্রশ্নের উত্তর দিতে হবে না। উত্তরটা শুধু টিউন শেষে অন্যদের জন্য প্রস্তুত রাখুন। কারন জ্ঞানের দাবিই হলো সেটাকে সর্বজনের মাঝে ছড়িয়ে দেওয়া। যেমনটা আমি করছি তেমন দায়িত্ব কিন্তু আপনাদেরও! আজকের টিউন শেষে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার এবং তাদের কাজ সম্পর্কে অবগত হবো। তো চলুন তাহলে শুরু করি।

পারসোনাল কম্পিউটার – PC

সাধারনত যে সব কম্পিউটার কেবল একজন ব্যবহারকারীর জন্য তৈরী করা হয় তাদেরকে পারসোনাল কম্পিউটার বা সংক্ষেপে পিসি বলে। যদিও অ্যাপল ম্যাকও একটি পারসোনাল কম্পিউটার তারপরেও মানুষ মনে করে, যে কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল আছে সেগুলোই কেবল পিসি। একটু হাস্যকর ব্যাপার আর কি! যাহোক, পারসোনাল কম্পিউটার তথা পিসি প্রথমে শুধুমাত্র মাইক্রোকম্পিউটার হিসাবে পরিচিত ছিলো। কারন এটা এমন একটি ডিভাইস যাতে ক্ষুদ্র জায়গায় বৃহৎ কাজের জন্য সুবৃহৎ সিস্টেম ব্যবহার করা যায়।
পারসোনাল কম্পিউটার বিভিন্ন ধরনের হতে পারে। এটাতে শুধু মাউস, কিবোর্ড, সিপিইউ বক্স কিংবা মনিটরই থাকবে এমনটা না। অ্যাপলের iPad ও একটি আদর্শ পারসোনাল কম্পিউটার। এবার বুঝতে পারছেন বিষয়টা?

Desktop – কম্পিউটার!

যে সব পিসিকে বহনযোগ্য ভাবে ডিজাইন করা হয়েছে সেগুলোকে ডেস্কটপ বলে। ডেস্কটপ তৈরীর প্রধান উদ্দেশ্য ছিলো এটাকে কোন নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে রাখা। অধিকাংশ ডেস্কটপ কম্পিউটার চালনার জন্য অনেক বেশি পাওয়ার (শক্তি), স্থাপনের জন্য বেশি জায়গা লাগলেও ডেস্কটপ এর যন্ত্রাংশগুলো এবং সমগ্র ডেস্কটপ এর দাম অনেক কম।

Laptop – ল্যাপটপ কম্পিউটার

ল্যাপটপ কম্পিউটারকে নোটবুকও বলা হয়। সাধারনত ল্যাপটপ কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার প্যাকেজ যেখানে বহনযোগ্য ভাবে একটি কম্পিউটার প্রসেসর, মেমোরি, হার্ড-ড্রাইভ, ডিসপ্লে, কিবোর্ড, পয়েন্টিং ডিভাইস, ব্যাটারী থেকে শুরু করে একটি আদর্শ কম্পিউটার চালনার সবগুলো সরঞ্জাম সুষমভাবে একটি শক্ত খোলসের মাঝে সন্নিবেশিত থাকে।

Netbook - নেটবুক

নেটবুক হলো একটি আল্ট্রা পোর্টেবল কম্পিউটার যেটা ট্র্যাডিশনাল ল্যাপটপ কম্পিউটারের চেয়ে আকারে ছোট। এটা শুধুমাত্র ল্যাটপপের চেয়ে আকারে ছোটই নয় এটি চালনা করতে ল্যাপটপের চেয়ে কম শক্তির প্রয়োজন হয়। তাছাড়া এটি দামেও ল্যাপটপ এর চেয়ে কম।

PDA – ব্যক্তিগত ডিজিটাল সহকারী

পারসোনাল ডিজিটাল এসিস্টেন্ট বা সংক্ষেপে পিডিএ হলো একটি ক্ষুদ্র আকারের কম্পিউটার যেটা হার্ড ডিস্ক এর পরিবর্তে ফ্ল্যাশ মেমোরিতে ডাটা স্টোর করে থাকে। সাধারনত এই সব কম্পিউটারে কোন প্রচলিত কিবোর্ড থাকে না। তার পরিবর্তে এই কম্পিউটারে মডার্ন টাচ স্ক্রিণ থাকে। এই কম্পিউটারটি আকারে অনেক ছোট, মোটামুটি ভাবে একটি পকেট বুক এর সমান হয় এবং এটি চালনা করার জন্য খুবই হালকা ধরনের কিন্তু শক্তিশালী ব্যাটারী ব্যবহার করা হয়। নিচের চিত্রে ডেল এর তৈরি একটি পিডিএ এর নমুনা দেখানো হলো।

Workstation – বৃহত্তর ডেস্কটপ!

ওয়ার্কস্টেশনও এক ধরনের ডেস্কটপ কম্পিউটার। তবে এটি প্রচলিত ডেস্কটপ কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এতে রয়েছে অধিকতর শক্তিশালী প্রসেসর, অতিরিক্ত মেমোরি এবং বিশেষ কাজের সুবিধাযুক্ত যন্ত্রাংশ। ওয়ার্কস্টেশন দিয়ে প্রধানত ৩ ডাইমেনশনাল গেইমিং, গেইম ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ধরনের জটিল এবং ভারী কাজ করা হয়।

Server – সার্ভার

যে কম্পিউটার নেটওয়ার্ক এর সহায়তায় এর সাথে সংযুক্ত অন্য কম্পিউটারে সার্ভিস দিতে পারে তাকে সার্ভার কম্পিউটার বলা হয়। সার্ভার কম্পিউটারে রয়েছে শক্তিশালী প্রসেসর, অনেক ক্ষমতা সম্পন্ন মেমোরি এবং অবশ্যই বিশাল আকারের হার্ড-ড্রাইভ।

মেইনফ্রেইম – Mainframe!

মেইনফ্রেম হলো একটি দৈত্যাকৃতির কম্পিউটার যেটা স্থাপন করার জন্য একটি বিশাল কক্ষের প্রয়োজন হয়। এটা চালাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। তবে এটার সাইজের সাথে কাজের ব্যাপ্তিও কিন্তু ব্যাপক। মূলত এই কম্পিউটারগুলো এন্টারপ্রাইজ সার্ভার হিসাবে ব্যবহৃত হয়।

সুপার কম্পিউটার – Super Computer

সুপার কম্পিউটার হলো এমন কম্পিউটার যার মধ্যে একাধিক হাইকোয়ালিটি কম্পিউটার একই সাথে কাজ করতে পারে। তবে বর্তমানে সিঙ্গেল সুপার কম্পিউটারও বাজারে প্রচলিত আছে। কিন্তু সমস্যা একটাই, আমাদের মতো সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বায়রে এই সব সুপার কম্পিউটার। কারন একেকটার দাম প্রায় মিলিয়ন ডলার করে। এ সময়ের সবচেয়ে পরিচিত এবং বেস্ট সুপার কম্পিউটার হলো Cray Supercomputers এর তৈরী কম্পিউটার।

পরিধানযোগ্য কম্পিউটার!

বর্তমান সময়ের আলোচিত এবং ভবিষ্যতের বৈপ্লবিক কম্পিউটার হলো পরিধান যোগ্য কম্পিউটার। এগুলো এমনভাবে তৈরী করা যাতে আপনি আপনার পোশাক, চশমা এবং অন্যন্য পরিধেয় এর সাথে ব্যবহার করতে পারবেন। তবে এই কম্পিউটারগুলো দিয়ে কেবল বেসিক কাজ গুলো করা যায়। যেমন ই-মেইল, ডাটাবেজ, মাল্টিমিডিয়া, ক্যালেন্ডার ইত্যাদি।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। 

Tuesday, November 24, 2015

ফেইসবুক হ্যাক সম্ভব

আসসালামু আলাইকুম। ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমার আজকের টিউনটি যারা হ্যাকিংয়ে আগ্রহি মুলত তাদের জন্য। হ্যাকিং সম্পর্কে যাদের ভুল ধারনা আছে দয়া করে তারা এই পোষ্টটি দেখবেন না। আমরা যদি না জানি কিভাবে হ্যাক হয় তবে আমরা কিভাবে হ্যাকারদের কবল থেকে বাচব? যাই হোক যে যা মনে করার করুক আমরা আমাদের কাজ চালিয়ে যাই। শুরু করছি আমার আজকের টিউন কিভাবে কোন ফেইসবুক ব্যবহারকারির পাসওয়ার্ড হাতিয়ে নেয়া যায়।

আমরা যারা হ্যাকিং কি জানি তারা সবাই কমবেশি পিশিং এর সাথে পরিচিত। যারা পরিচিত নন দয়া করে টেকটিউনস এর হ্যাকিং সেকশনে গিয়ে একটু চোখ বুলান,সহজেই জেনে যাবেন। আমাদের টিউনার ভাইরা এ সম্পর্কে অনেক টিউন করেছেন,তাই আজ আমি পিশিং সম্পর্কে কথা বলে সময় নষ্ট করব না। ফেইসবুক পিশিং হ্যাক করার জন্য অবশ্যই আমাদের পিশিং স্ক্রিপ্ট লাগবে,তবে যা তা স্ক্রিপ্ট দিয়ে ফেইসবুক হ্যাক সম্ভব নয় কারন ফেইসবুক কর্তপক্ষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং তারা সবসময়ই এ্যান্টি পিশিং স্ক্রিপ্ট আপডেট করে। তবে আমি আপনাদের জন্য আজ নতুন একটি স্ক্রিপ্ট নিয়ে হাজির হয়েছি যা ১০০% কাজ করবে। স্ক্রিপ্টটি নিচের লিন্ক থেকে ডাউনলোড করুন।

লিন্ক:http://www.ziddu.com/download/14795674/SMARTFACEBOOKPHISHINGBY.html
ডাউনলোড করা .rar ফাইলটি এবার Extract করুন।১টি ফোল্ডারের ভিতর নিম্নোক্ত নামের ৩টি ফাইল আপনি দেখতে পাবেন।
১।Index.html
২।login.php
৩।log.txt
এবার এই সাইটটিতে প্রবেশ করুন এবং রেজিষ্টার করুন। স্ক্রিনশট লক্ষ্য করুন:

রেজিষ্টার করা শেষ হলে লগইন করুন। আপনার লগইন যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে সাইটটি আপনাকে আপনার URL Name দেখাবে এবং আপনাকে সরাসরি কন্ট্রোলপ্যানেলে নিয়ে যাবে। আপনার URL Name টি মনে রাখুন। স্ক্রিনশট দেখুন:

এটি একটি ফ্রি-হোষ্টিং সাইট। আপনি অন্য যে কোন ফ্রি হোষ্টিং সাইটে গিয়ে কাজগুলো করতে পারেন। এবার ফাইলম্যানেজারে প্রবেশ করুন। এখানে index.html নামের একটি ফাইল দেখতে পারবেন,ফাইলটি ডিলেট করুন এবং ডাউনলোড করা ৩টি ফাইল আপলোড করুন। স্ক্রিনশট দেখুন

এবার http://bit.ly/ এই সাইটটিতে যান। কিছুক্ষন আগে আপনাকে দেওয়া লিন্কটি কপি করে খালি বক্সটিতে পেষ্ট করুন এবং shorten এ ক্লিক করুন। স্ক্রিনশট দেখুন:

শর্ট হওয়া লিন্কটি দেখতে পাবেন। স্ক্রিনশট:

যার ফেইসবুক পাসওয়ার্ড হ্যাক করতে চান তাকে শর্ট করা লিন্কটি অত্যন্ত কৈাশলের সাথে দিন। সে যখন লিন্কটিতে ক্লিক করবে তখন সে ফেইসবুকের লগইন পেজ দেখবে এবং সেখানে সে লগইন করবে। স্ক্রিনশট:

এখানে কিছু নতুন ফিচার যুক্ত করা আছে যা দেখে যে কেউ লগইন করবে। এবং সে যখন তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে তখন তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনার হোস্টিং এ সেভ হয়ে যাবে এবং সেভ হওয়া ইউজারনেম ও পাসওয়ার্ডটি বের করতে আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজারে যান এবং আপলোড করা ফাইলের মধ্যে log.txt তে ক্লিক করুন। পেজ ওপেন হলে আপনার প্রত্যাশিত ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখতে পারবেন।
লিন্কটি যতবার কাউকে দিবেন ততবারই url shortner দিয়ে নতুন করে শর্ট করে দিবেন। তানাহলে লিন্কটি ব্লক করে দিতে পারে। আর লিন্কটি আসলেই কাজ করছে কিনা তা পরীক্ষা করতে নিজের যে কোন ফেইসবুক অ্যাকাউন্ট দিয়ে টেষ্ট করুন। কাজ করবেই করবে যদি কোন সমস্যা হয় কমেন্টে বলবেন আমি সমাধান দিব তবে প্লিজ দয়া করে অন্য কারো ক্ষতি করবেন না। নিজেকে এমন হ্যাকিংয়ের ফাদ থেকে সুরক্ষিত রাখুন। টিউন কেমন হয়েছে জানাবেন এবং কোন ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভাল থাকবেন,ধন্যবাদ।

Sunday, November 8, 2015

মধ্যবর্তী এবং ধনীর মধ্যে ১০ চির সত্য পার্থক্য !! জানার কি শেষ আছে?! (মনে হয় মেগা টিউন#)



আমার আজকের টিউন একটি টেকনোলজির বিপরীত পাশের। যদিও প্রযুক্তির ছোঁয়া খুব কম থাকবে টিউনে তবে আমরা এই চির সত্য আইডিয়া না জেনে কীভাবে নিজের মনের গহীনের সত্যকে উন্মোচন করবো। আসলে তাই আমরা মাঝে মাঝে খুব বোর ফিল করি নিজের লাইফ নিয়ে। আর সেই জন্যই এই বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বেড়ে গেছে মানুষের দৈনন্দিন ধ্যান ধারণা। আর সেই সাথে আমরা নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট করতে হয় এই বাস্তব সমাজে।

এই পৃথিবীর ১% মানুষ যে সম্পদের মালিক বাকিরা মোট সেই সম্পদের মালিক নই। কি আচ্চার্য হলেন? হলেও কিছু করার নাই। এটা চির সত্য কথা। যেকারনে পৃথিবীর কমপ্লেক্সসিটি এতো বেশি।

কোটিপতি হবার স্বপ্ন যাদের, এদিকে আসুন এ টিউনটি আপনার জন্য



সকল বন্ধুদের কে জানাই আমার আন্তরিক সালাম ও ভালবাসা।

আশাকরি সকল বন্ধুরা ভালই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালই আছি

পৃথিবীতে এমন মানুষ খুব কমেই আছে যে কোটি পতি হবার স্বপ্ন দেখেনা তাই আজ আপনাদে কে

এমনি একটি সার্কিট দেখাব যা দিয়ে আপনি গুপ্তধনের সন্ধান পেয়ে হয়ে যেতে পারেন কোটি পতি

আমাদের চোখের দৃষ্টি মাটির এক ইঞ্চি নিচে কি আছে তা দেখতে পারিনা কিন্তু আজ বিজ্ঞানের যোগে

অতি সহজেই যন্ত্রের সাহায্যে মাটির নিচে কি আছে তাহা মাটির উপর থেকে অনোভব করা সম্ভব

দূর থেকে ফ্যান অথবা বাতী জ্বালান রিমোট ছাড়া



আজ আপনাদে কে
খুব সুন্দর একটি টিউনস উপহার দিব, আশা করি
আপনাদের কাছে ভাল লাগবে= আজকের সার্কিটটি
হল আপনি যে কোন সুইচ দূর থেকে অন অথবা অফ
করতে পারবেন অনায়াসে এ জন্য আপনাকে কোন
রিমোট কন্ট্রোল ও লাগবে না কি আমার কথা শুনে
অবাক হচ্ছেন হা বন্ধুরা অবাক হবারেই কথা
আসুন দূর থেকে রিমোট ছাড়া কি ভাবে সুইচ
অফ অথবা অন করবেন। দেখে নেই
এ কাজটি করতে হলে যে পার্সগুলি
লাগবে আসুন দেখে নেই= সর্ব প্রথম লাবে একটি LDR=



তার পর লাগবে একটি যে কোন টর্সলাইট=



স্প্রাইট অথবা প্লাসটিকের এ রকম সাইজ এর যে কোন কৌটা একটি=



এখানে বিভিন্ন সাইজের কৌটা দেখানো হয়েছে আপনাদের কে বোঝানোর জন্য আপনি উপরের বাম পার্শের স্প্রাইটের মুখটি

যে ভাবে কাটা টিক এই ভাবে কাটবেন কারণ LDR টি এই কৌটার তলায় বসাইতে হবে LDR টির উপরে যেন বাহিরের

কোন আলো না পরে এ ভাবেই সেটিং করতে হবে। কৌটার শুধু ডাকনাটা খুলে ফেলুন নিচের ছবিটি দেখুন=



সব চাইতে ভাল যদি প্লাসটিকের কৌটা সংগ্রহ করতে পারেন LDR টির পা গুলি শর্ট হবার সম্ভবনা থাকে না



যদি প্লাশটিকের কৌটা পান তা হলে মুখ টা এভাবে কাটবেন



LDR টি যে ভাবে বসাবেন



এটি হল LDR



LDR টির উপর যখন আপনার টস্ লাইট এর আলো পরবে তখনি LDR টির মান পরিবর্তন হওয়া শুরু করবে ফলে

LDR টির সাথে লাগানো সার্কিটের রিলে সুইচটি অন হবে আপনি সুইচের সাথে পাখা অথবা বাতী যা কিছুই লাগাবেন

টস্ লাইটের মাধ্যমে নিবাতে অথবা জ্বালাতে পার বেন। LDR টি কি ভাবে কাজ করে আসুন একটি ছবি দেখি



ছবিটি দেখে হয়ত আপনারা বুঝতে পারছেন LDR টি কি ভাবে কাজ করে। আপনি ইচ্ছে করলে মাত্র দুইটি ট্রান্জেষ্টর দিয়ে

ছুট LED বাতী সার্কিট ও বানাতে পারেন সিম্পল একটি সার্কিট দেখুন



এখানে ভাল করে দেখুন LDR টি কি ভাবে কাজ করেে যখনি LDR টির উপর আলো পরে সাথে সাথে LDR টির মান

পরিবর্তন হয়ে ট্রান্জেষ্টরটি বেইজে সুইচং হয় যার ফলে কালেক্টরে লাগানু বাতীটি অনায়াসে জ্বলে উটে। যাই হোক

সময় আর নষ্ট করব না আমাদের আজকের যে দূর থেকে সুইচ অন অথবা অফ করার সার্কিটি আসুন দেখে নেই =

সার্কিটটিতে এই আইসিটি ব্যবহার করা হয়েছে আইসিটির পা গুলি চেনার জন্য নিচের ছবিটি দেখুন



LM অথবা SN 741 আট পিনের ছুট এই আইসিটি এখানে ব্যবহার করা হয়েছে,

এবারে আসুন সম্পূর্ণ সার্কিটটি দেখে নেই=


SN/LM 741 আইসি একটি
10k রেজিষ্টর দুইটি
470 রেজিষ্টর দুইটি
1k রেজিষ্টর একটি
10k ভেরিএবল রেজিষ্টর একটি
LDR একটি
12v রিলে সুইচ একটি
নরমল ডায়ড একটি
2N2222 npn ট্রান্জেষ্টর একটি

বিদ্যুৎ ছাড়া যে ভাবে মোবাইল চার্য করবেন।



আশাকরি সকলেই ভালই আছেন । আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

বিদ্যুৎ ছাড়া যে ভাবে মোবাইল চার্য করবেন।

বিদ্যুৎ এর বিকল্প, বিপদের সাথী হিসেবে যে ভাবে মোবাইল চার্য দিবেন।
কোথাও হয়ত বেড়াতে গেলেন যেখানে হয়ত বিদ্যুৎ নাই।
অথবা ঝড়ে আপনার গ্রামের বিদ্যুৎ লাইন কয়েক দিনের জন্য
বিচ্ছিন্ন থাকলে অস্থায়ি ভাবে মোবাইল চার্য যে ভাবে দিবেন আসুন দেখি।

আপনার মোবাইল চার্জ দিন ব্যাটারী দিয়ে!



আপনাদের মাঝে কিছু মজার সার্কিট নিয়ে আলোচনা করবো, যা আমি নিজে টেস্ট করেছি! নেট এ সার্চ দিয়ে আপনি অনেক সার্কিট পাবেন, কিন্তু বেশিরভাগেরই প্রায় কাজ করে না! আর কাজ করলেও কম্পোনেন্টের যে মান দেওয়া আছে সরাসরি সেই মানের কম্পোনেন্ট আপনি দোকানে কিনতে পাবেন না, যেমন ধরুণ, একটি পি.এফ এর মান দেওয়া আছে 0.001mF. এই মানের পি.এফ আপনি কোন দোকানে খুজে পাবেন না. কিন্তু যদি বলেন 102 নাম্বারের পি.এফ দেন তাহলে যে কোন ইলেকট্রনিক্সের দোকানে পাবেন ! কি ভাবে এই সব কম্পোনেন্টের মান পাবেন তা নিয়ে পরে আলোচনা করবো! এর জন্য আমার টিউন দেখতে থাকুন!
আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল, রেগুলেটর আইসি

ডিম সিদ্ধ করুন বিদ্যুৎ সংযোগ দিয়ে ৫/৬ মিনিটে।। খুবিই অল্প খরচে।। দেখলেই অবাক হবেন।।



আজ এক্টু পুরানো বিষয় নিয়ে টিউন লিখলাম।।
শুরুতেই বলে রাখি আমার মত যারা ব্যাপারটি সম্পর্কে জানতেন না, শুধু তাদের জন্য এই টিউনটি।
যারা জানেন চলে যান।।।



বন্ধুরা ডিম দেখলেই তো মনে হয় খায়।। কিন্তু আমাদের কি এক্টা ডিমের জন্য আবার চুলা জালাতে হবে? না হবে না।।। এখন আপনাদের শেখাব মাত্র দশ টাকায় কিভাবে একটা ওয়াটার হীটার তৈরী করা যায় এবং যা দিয়ে মাত্র ৫/৬ মিনিটে ডিম সিদ্ধ করে খাওয়া যায়।

Monday, October 26, 2015

এবার সহজেই ভাইরাসে হিডেন হয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করুন!!!

অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাওয়ার জন্য আমাদের পেনড্রাইভের অসংখ্য ফাইল হিডেন হয়ে যায়, যা পরবর্তিতে ফেরত আনা অনেক কস্টসাধ্য। আজ আমি যে সফটওয়্যারটি শেয়ার করব, তা দিয়ে আপনি মাত্র ৩ ক্লিকেই আপনার হিডেন ফাইলগুলো ফেরত আনতে পারবেন। এই সফটওয়ার টির নাম হল  LDC USB Show।
ফাইলটি এক্সট্রাক্ট করে সাধারণভাবে ইন্সটল করুন।
ইন্সটল করার পর USB Show সফটওয়ার টি ওপেন করুন।
এবার প্রথমে ল্যাংগুয়েজ চেঞ্জ করে ইংলিশ করে নিন।

Sunday, October 4, 2015

যে ১০টি মিথ্যা ছেলেরা সব সময় বলে






ছেলেরা কিছু বিষয়ে ইচ্ছা করেই মিথ্যা বলে। বিশেষ করে, যখন সে কোনো বিষয়ে মেয়েদের কাছে ধরা পড়ে যায় অথবা মেয়েদের সামনে নিজেকে অনেক বেশি স্মার্ট প্রমাণ করার চেষ্টা করে। আসলে মিথ্যাগুলো সম্পর্কের জন্য খুব বেশি ক্ষতিকর না। তবুও জেনে রাখলে ক্ষতি কী?

১. আমি তাকে দেখিনি আপনার প্রেমিক কখনোই স্বীকার করবে না যে, আপনি সঙ্গে থাকাবস্থায় সে অন্য কোনো মেয়েকে দেখেছে। যদিও আপনি কপালজোরে সেই দৃশ্য নিজের চোখেই দেখে

আপনার সিম যেভাবে রেজিস্ট্রেশন করবেন







দেশে প্রায় ১৩ কোটি মোবাইল সিম রেজিস্ট্রেশনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তবে এ জন্য চিন্তার কিছু নেই। এখনই ঘরে বসে আপনার মোবাইলের সিম রেজিট্রেশনের জন্য বিনামূল্যে হালনাগাদ করে নিতে পারবেন।
প্রাথমিক অবস্থায় শুধু বাংলালিংকের গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। বাংলালিংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্য হাল নাগাদ করতে আবেদন করুন। সম্মানিত গ্রাহক, আপনার

বোলিং ছেড়ে দিচ্ছেন কাটার মুস্তাফিজ!





বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর বালক কাটার মুস্তাফিজ। যিনি অতি অল্প সময়ে ক্রিকেট বিশ্বে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছেন তার অসীম যোগ্যতার বলে। বোলিং এ্যাকশন এবং ধারাবাহিকতা দেখে ইতিমধ্যে ক্রিকেটবোদ্ধার তার মাঝে খুঁজতে শুরু করেছেন আগামীর ক্রিকেট বাংলাদেশকে। কেউ কেউ তার মাঝে খুঁজে পেয়েছেন ওয়াসিম আকরাম-গ্লেন মেগ্রার প্রতিচ্ছবি। অথচ সেই মুস্তাফিজ কিনা বোলিং ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিচ্ছেন।