The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, October 26, 2015

এবার সহজেই ভাইরাসে হিডেন হয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করুন!!!

অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাওয়ার জন্য আমাদের পেনড্রাইভের অসংখ্য ফাইল হিডেন হয়ে যায়, যা পরবর্তিতে ফেরত আনা অনেক কস্টসাধ্য। আজ আমি যে সফটওয়্যারটি শেয়ার করব, তা দিয়ে আপনি মাত্র ৩ ক্লিকেই আপনার হিডেন ফাইলগুলো ফেরত আনতে পারবেন। এই সফটওয়ার টির নাম হল  LDC USB Show।
ফাইলটি এক্সট্রাক্ট করে সাধারণভাবে ইন্সটল করুন।
ইন্সটল করার পর USB Show সফটওয়ার টি ওপেন করুন।
এবার প্রথমে ল্যাংগুয়েজ চেঞ্জ করে ইংলিশ করে নিন।

এর পর "Recovery the hide files" এ ক্লিক করুন
এবার আপনার পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিন, তারপর OK তে ক্লিক করুন।
এখন সফটওয়ারটি অটোমেটিক আপনার হারানো ফাইল গুলো উদ্ধার করে মেসেজ দিবে "USB Show has finished."
এরপর আপনার পেন ড্রাইভে ঢুকে দেখুন আপনার সব হিডেন ফাইল আনহাইড হয়ে গিয়েছে।
বি।দ্রঃ পেনড্রাইভ ফরমেট দিলে এটি দিয়ে কাজ হবে না।

যদি ভালো লাগে, তাহলে টিউমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করুন, সামনে আরো ভালো টিউন নিয়ে আসব আপনাদের সামনে।
আমার জন্য দোয়া করবেন।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com