The Largest and; Most Popular bangla Technology Social Network...

Sunday, November 8, 2015

কোটিপতি হবার স্বপ্ন যাদের, এদিকে আসুন এ টিউনটি আপনার জন্য



সকল বন্ধুদের কে জানাই আমার আন্তরিক সালাম ও ভালবাসা।

আশাকরি সকল বন্ধুরা ভালই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালই আছি

পৃথিবীতে এমন মানুষ খুব কমেই আছে যে কোটি পতি হবার স্বপ্ন দেখেনা তাই আজ আপনাদে কে

এমনি একটি সার্কিট দেখাব যা দিয়ে আপনি গুপ্তধনের সন্ধান পেয়ে হয়ে যেতে পারেন কোটি পতি

আমাদের চোখের দৃষ্টি মাটির এক ইঞ্চি নিচে কি আছে তা দেখতে পারিনা কিন্তু আজ বিজ্ঞানের যোগে

অতি সহজেই যন্ত্রের সাহায্যে মাটির নিচে কি আছে তাহা মাটির উপর থেকে অনোভব করা সম্ভব



যে কোন মেটাল কয়েন আথবা সোনা রুপা অতি সহজে মাটির নিচ থেকে বের করতে পারবেন



আপনি হয়ত জানেন না আপনার আসে পাশে মাটির নিচেই রয়েছে কোথাও মূল্যবান সম্পদ





হয়ত একদিন আপনিও খুজে পেয়ে যেতে পারেন মহা মূল্যবান সম্পদ বদলে যেতে পারে আপনার জীবনের গতি





সোনা দানা মূল্যবান সম্পদ অনেক দেখেছি আসুন দেখি আমাদের যন্ত্রটি তৈরী করতে কি কি প্রয়োজন হবে। আজ দেখাব খুব ছুট একটি আইসি দিয়ে ডিজাইন করা

এই সার্কিটটি আমি আশা করি সকলেই তৈয়ার করতে পারবেন



আজকের সার্কিটটির ছুট এই আট পিনের আইসি দিয়ে ডিজাইন করা হয়েছে



এ রকম একটি কয়েল নিজের হাতে তৈয়ার করে নিবেন কয়েলটির সামনে যে কোন মেটাল থাকলেই সার্কিটে লাগানো Buzzer টিতে

এক ধরনের শব্দ বের হবে তখনি আপনি বুঝতে পারবেন এখানে কিছু একটা রয়েছে



Buzzer এর পরিবর্তে ছুট রেডিওর স্পিকার ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে হেড ফোন থাকে তাও চলবে



প্লাশটিক অথবা কাঠ দিয়ে এ রকম একটি ষ্টেনের মত বানাবেন কয়েলটি একটি মোটা কাগজের উপর বসাবেন কসটেপ দিয়ে কাগজটির সাথে ভাল করে লাগিয়ে নিবেন।





এখনে সম্পূর্ণ সার্কিটটি। DC 9v সাপ্লাই দিবেন। নিচে পার্সের লিষ্ট দেখে নেন



আপনি ইচ্ছে করলে কয়েলটি আপনার ঘড়ের দরজায় বসাতে পারেন সিকিওরিটি হিসেবে কাজ করবে।

কোন অনুষ্টানে বসাতে পারেন সিকিওরিটি দরজা হিসেবে কাজ করবে।



শরীরে লোকানো কোন মেটাল দিয়ে তৈরী করা অস্র দরজায় লাগানো কয়েলটির কাছে আসার সাথে সাথেই সিগনাল দেয়া শুরু করবে।

আজকের মত এখানেই বিদায় নিলাম

4 comments:

  1. নাদিমুল হক জুলাসNovember 9, 2015 at 12:27 PM

    Bhai ei Detector er range koto tuku. Matir nice koto dur porjonto detect korte parbe?

    ReplyDelete
    Replies
    1. প্রায় এক ফুট ধন্যবাদ

      Delete
  2. ধন্যবাদ ভাইয়াNovember 9, 2015 at 12:29 PM

    অসাধারন টিউন

    ReplyDelete

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com