Sunday, December 1, 2013
ব্লগস্পট সাইটে কিভাবে নতুন ব্লগার টেমপ্লেট ইনস্টল করবেন, পর্ব-১
প্রিয় পাঠক, এ বিভাগে ব্লগারের উপার সিরিজ টিউটোরিয়াল লেখার আশা নিয়ে শুরু করলাম। ব্লগিংয়ের জন্য আমরা অনেকেই গুগলের ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। যেহেতু এটির ফিচারগুলি খুব সহজবোধ্য, তাই ব্লগারগণ খুব সহজেই ব্লগিং করতে পারেন।
তবে নতুন ব্লগারদের ক্ষেত্রে অনেক সময় ব্লগস্পটসাইটের টেমপ্লেট পরিবর্তন করাটা কিছুটা সমস্যার কারণ হয়ে দেখা দেয়। ব্লগস্পটসাইটে ডিফল্টভাবে একটি টেমপ্লেট থাকে এবং পরিবর্তনের অপশন হিসাবে আরও কিছু টেমপ্লেট দেওয়া থাকে। কিন্তু এসব টেমপ্লেটের বাইরে অন্য কোন ব্লগার টেমপ্লেট ইনস্টল করার ক্ষেত্রেই মুল সমস্যাটি হয়। কয়েকটি ধাপ অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই ব্লগার টেমপ্লেট ইনস্টল করা যায়। তো বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ব্লগার সাইটে নতুন টেমপ্লেট ইনস্টল করতে পারেন।ধাপ-1প্রথমেই আপনার কম্পিউটারে আপনার কাঙ্খিত ব্লগার টেমপ্লেটটি ডাউনলোড করে নিন। যদি ডাউনলোডকৃত ব্লগার টেমপ্লেটটি ZIP ফাইল আকারে থাকে তাহলে এটিকে extract করে XML টেমপ্লেট ফাইলটি বের করুন।ধাপ-2এবার আপনার ব্লগার একাউন্টে লগইন করুন।ধাপ-3এখানে আপনার সবগুলি ব্লগার সাইটের নামের তালিকা দেখতে পাবেন যদি আপনার একাধিক ব্লগার সাইট থাকে। যে সাইটে নতুন টেমপ্লেট ইনস্টল করবেন সেটির নামের উপর ক্লিক করুন।
Hello
ReplyDeleteখুব ভালো একটি পোস্ট করেছেন আশাকরি আপনার কাছে ব্লগার টেম্পলেট নিয়ে আগামিতে আরও ভালো পোস্ট পাবো। ধন্যবাদ
ReplyDelete