The Largest and; Most Popular bangla Technology Social Network...

Sunday, December 1, 2013

ফটোশপের মাধ্যমে সহজেই বের করুন কালার কোড

ফটোশপের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারি যেকোন ইমেজের কালার কোড।ডিজাইনের ক্ষেত্রে কালার কোড জানাটা বেশ প্রয়োজন। আমরা কয়েকটি ধাপ অনুসরণ করলেই কালার কোড বের করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ইমেজের কালার কোড বের করবেন। 


ধাপ-1
প্রথমে আপনার পছন্দের ইমেজটি ওপেন করুন।
ধাপ-2
এবার টুলবার হতে ফরগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করুন তাহলে কালার পিকার নামে একটি উইন্ডো পাবেন।
ধাপ-3
final


এবার আপনার ইমেজের যে অংশের কালার কোড বের করতে চান সেটির উপর মাউস পয়েন্টার নিয়ে যান। খেয়াল করুন মাউস পয়েন্টারটি দেখতে ড্রপারের মত হয়েছে। এবার যে অংশের কালার কোড বের করবেন সেটির উপর মাউসের ক্লিক করুন। তাহলে কালার পিকার উইন্ডোতে ঐ কালারটির কোড প্রদর্শন করবে। এবার সেখান থেকে কোডটি জেনে নিতে পারেন বা কপি করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com