The Largest and; Most Popular bangla Technology Social Network...

Sunday, December 1, 2013

খুব সহজেই বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের স্পিড

আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন এটাই আমাদের প্রত্যাশা। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কম্পিউটার এবং অনলাইনের নানাবিধ সমস্যার সমাধানগুলি সবাইকে জানাতে।
তারই ধারাবাহিকতার অংশ হিসাবে কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম কম্পিউটার স্লো হয়ে গেলে কীভাবে সেটি আবার ফাস্ট করা যায়। আজ আমরা ঐ বিষয়েরই ৩য় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজও আমরা আলোচনা করেছি কম্পিউটারের আরও কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে। আশা করি এ আলোচনাটি আপনাদের সবার উপকারে আসবে।ধাপ ১০- জেনে নিন কীবোর্ড শর্টকার্ট, সাশ্রয় করুন আপনার সময়ধাপ ১১- কম্পিউটার ব্যবহারকারীদের জন্য কিছু প্রয়োজনীয় টিপসএকই কাজ কেউ ‍যদি মাউসের সাহায্যে করে তাহলে সময় বেশি লাগবে অপরদিকে যদি কীবোর্ডের সাহায্যে করা যায় তাহলে অনেক কম সময়ে সহজে কাজটি করা যায়। আজ আমরা আলোচনা করব এমনই কিছু কীবোর্ড শর্টকার্ট নিয়ে। যেটি আমাদের সময় সাশ্রয় করবে।আপনি মাউসের ব্যবহার ছাড়াই খুব সহজে কীবোর্ড থেকে উইন্ডোজ লোগো কী + E প্রেস করে My Computer এ ঢুকতে পারেন। আবার আপনি যদি কীবোর্ডের সাহায্যে মাইক্রোসফট এক্সেলে ঢুকতে চান তাহলে উইন্ডোজ লোগো কী + R প্রেস করে winword লিখে এন্টার দিন। এরপর Microsoft Excel ওপেন করতে হলে শুধুমাত্র excel লিখে এন্টার দিন। এরপর থেকে প্রত্যেকবারই উইন্ডোজ লোগো কী + R প্রেস করে এন্টার দিলেই এক্সেল ওপেন হবে।আমরা যখন MS Word এ টাইপের কাজ করি তখন আমাদের কাজের প্রয়োজনে একবার বাংলা ফন্ট আরেকবার ইংরেজী ফন্ট ব্যবহার করতে হয়। বারবার ফন্ট বদলানো আসলেই একটি ঝামেলা। এজন্য আপনি শর্টকার্ট তৈরী করে ব্যবহার করতে পারেন। তাহলে আপনাকে ঝামেলায় ও পড়তে হবেনা আবার অনেক সময়ও সাশ্রয় হবে।একাজটি করতে প্রথমে MS Word ওপেন করুন। তারপপর Tools অপশন থেকে Customize সিলেক্ট করুন। এবার যে ডায়ালগ বক্সটি আসবে সেখান থেকে keyboard অপশন সিলেক্ট করুন। এরপর আপনার সামনে customize keyboard এর ডায়ালগ বক্স আসবে। এখান থেকে specify a command>categories>font এ যান। এবং এখান থেকে আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করুন। ধরলাম আপনি বাংলা ফন্টের জন্য AdarshaLipiNormal ফন্টটি সিলেক্ট করলেন। এবার press new shortcut key নামে একটি বক্স পাবেন। এখানে Alt+z দিন। তারপর Assign এ ক্লিক করুন। আবার ইংরেজী ফন্টের জন্য যদি Times New Roman সিলেক্ট করেন, তাহলেও ঐ একইভাবে শর্টকার্ট সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনি Alt+x দিতে পারেন। এরপর Assign এ ক্লিক করে বের হয়ে আসুন।আপনি চাইলে আপনার ডেস্কটপের ছবি নিতে পারেন কীবোর্ডের মাধ্যমেই। শুধু ডেস্কটপ নয়, আপনি যদি নেট ব্রাউজ করেন তাহলেও যেকেনা ওয়েবপেজের ছবি নিতে পারেন আনায়াসেই। ডেস্কটপের ছবি নিতে হলে Print Screen SysRq বাটনটি প্রেস করুন। তারপর উইন্ডোজ লোগো কী + R প্রেস করুন তারপর লিখুন mspaint. তারপর mspaint ওপেন হলে সেখানে ctrl+v চেপে পেস্ট করুন। তাহলেই আপনার ডেস্কটপের স্ক্রীনটি আপনি একটি ইমেজ হিসাবে পেয়ে যাবেন।আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই নানা রকম সমস্যার সম্মুক্ষীণ হই। সেটা হতে পারে ভাইরাসজনিত সমস্যা, কিংবা কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সমস্যা। আজ আমরা আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব যেগুলি আপনাকে এসব সমস্যা থেকে সমাধানের পথ দেখাবে।১. আপনার কম্পিউটারের স্টার্টআপ অপশনগুলি ডিজেবল করে রাখুন।২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ভালো স্পীড পেতে RAM খালি করে রাখুন।৩. আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন।৪. কোন অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে c ড্রাইভ বা অন্য কোন ড্রাইভের জায়গা নষ্ট করবেন না। ইতিমধ্যে ইনস্টলকৃত অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলি ডিলেট করে দিন।৫. বাছবিচারহীন ভাবে সব ওয়েবসাইটেই সাইন আপ করবেন না। তাহলে স্প্যামিংয়ের ঝামলোই পড়বেন।৬. আপনার কম্পিউটারের অটোমেটিক আপডেট এবং ফায়ারওয়াল অফ করে রাখুন। এতে কম্পিউটারের স্পিড বেশি পাবেন।৭. মাসে একবার RAM খুলে পরিষ্কার করে আবার লাগান, তাহলে ডিসপ্লে না আসা বা মাঝে মাঝে রিস্টার্ট নেওয়ার ঝামেলাগুলি থেকে মুক্তি পাবেন।৮. বেশ ভালো এবং কার্যকরী এমন একটি এন্টিভাইরাসের লাইসেন্স কপি ব্যবহার করুন। তাহলে ভাইরাস সমস্যার থেকে মুক্তি পাবেন।৯. কম্পিউটার ডেস্কটপে হাই ডেফিনেশন ওয়ালপেপার বা এনিমেশন এসব ব্যবহার না করাই ভালো্। এতে কম্পিউটারের স্পিড স্লো হয়ে যায়।১০. একমাস পর পর আপনার কম্পিউটারের ব্রাউজিং হিস্টোরি এবং কুকিজ মুছে ফেলুন।১১. আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেলে কীবোর্ড থেকে ctrl+alt+del চাপুন এবং চলমান প্রোগ্রামগুলি অফ করে দিন। এতে যদি কাজ না হয় তাহলে রিস্টার্ট দিন।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com