The Largest and; Most Popular bangla Technology Social Network...

Thursday, July 9, 2015

পৃথিবীর সবচেয়ে দামী ল্যাপটপগুলো দেখতে কেমন? চলুন আমি আপনাদের দেখাচ্ছি

আমাদের মাঝে অনেকেই আছে যাদের নিত্যদিনের সাথী হলো এই ল্যাপটপ। ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত এই ল্যাপটপ নিয়েই থাকি। আপনি কি জানেন ? আপনার ল্যাপটপ যদি পৃথিবীর সবচেয়ে দামী ল্যাপটপগুলোর মধ্যে যেকোনো একটা হতো তাহলে একটা হতো তাহলে এর  দাম কত হতো? অনেক বকবক করার ইচ্ছা থাকলেও আমি আজকে বকবক করতে পারবোনা কারন আমার নতুন ইনস্টল করা উবুন্টুতে আমি এভ্রো মামাকে ইনস্টল দিতে পারতেছিনা, তাই অনলাইনে লিখতে হচ্ছে।
তাহলে চলেন মূল কাহিনীতে চলে যাই-
10. Lenovo ThinkPad W540: $2,300 
 লিস্টের দশ নাম্বারে আছে লেনোভোর এই ল্যাপটপটি। লেনোভোর সবচেয়ে সফলতম ল্যাপটপ বলতে পারেন এটিকে। এর  হাই রেজুলেশন ডিসপ্লে আপনাকে পাগল করে দেবে। 15.5 inch এর এই নোটবুক এর thickness 1.1 inch আর ওজন মাত্র 5.45 pounds. এর কিবোর্ড এর ডিজাইনও অসাধারন।Lenovo ১০০ টিরও বেশি আন্তর্জাতিক এওযার্ড পেয়েছে এই ল্যাপটপের জন্যে।বর্তমান বাংলাদেশি মূল্য মাত্র ১৭৯৪০০৳.
9. Acer Ferrari 1100: $3,000- 
 
এই ল্যাপটপের ডিজাইনও অসাধারন। যদিও আমার কাছে খুব একটা ভালো লাগেনি।  আপনি ফেরারির এক্সপেরিয়েন্স পেতে চান তবে এই ল্যাপটপ ব্যবহার করতে পারেন। বাংলাদেশী মূল্য মাত্র ২৪০০০০৳. এর হাই পারফোমেন্স পাওয়ার আপনাকে অন্যরকম এক্সপেরিয়েন্স দিবে।
8. Alienware 18: $3,600-
gallery-shot_laptops_18_06
আপনি যদি একজন গেমার হয়ে থাকেন? তাহলে নিঃসন্দেহে এটাই আপনার জন্য বেস্ট একটা ল্যাপটপ। এর উন্নত ডুয়াল গ্রাফিক্স, ইন্টেলের কোর আই-৭  এবং বিন্ট ইন উইন্ডোজ-৮.১ আপনাকে দিবে অন্যরকম এক এক্সপেরিয়েন্স। এর ডিজাইনও করা হয়েছে গেমারদের উপোযোগী করে। আর এর উন্ন্তমানের সাউন্ড সিস্টৈম আপনার গেমিং এর এক্সপেরিয়েন্স আরো বাড়িয়ে দিবে। বাংলাদেশি মূল্য মাত্র ২৮৮০০০৳.
7. Dell Mobile Precision M6800: $3,800-
dell-precision-m6800
ডেলের এই ল্যাপটপটি খুবই উন্নতমানের প্রসেসিং ক্ষমতাসম্পন্ন। এর রয়েছে খুবই উন্নতমানের গ্রাফিক্স 3D কার্ড। এছাড়াও রয়েছে ১০ ফিঙ্গার টাচ সিস্টেম। সামান্য হাতের ছোয়াতেই খুব সহজেই যেকোনো কিছু করতে পারবেন। এটাতে রয়েছে ৪ টা ইউ এস বি. পোর্ট। বাংলাদেশি মূল্য মাত্র ৩০৪০০০৳ .
6. Stealth MacBook Pro by ColorWare: $6,000- 
colorware_stealth_macbook_pro_1
এটা পৃথিবীর অন্যতম রহস্যময় ল্যাপটপ গুলোর মধ্য একটা। ColorWare নামক কোম্পানী এই ম্যাকবুকটি তৈরি করেছে।এর ডিসপ্লে 15 Inch. সাথে রয়েছে একটি কাস্টম পর্দা, যা আপনাকে অন্যরকম এক অভিজ্ঞতা দিবে। বাংলাদেশী মূল্য মাত্র ৪৮০০০০৳.
5. VoodooEnvy 171: $6,500-
voodoopc_envy_h171_2
Voodoo একসময়ের অন্যতম ঐতিহ্যবাহী ল্যাপটপ নির্মাতাকারী প্রতিষ্ঠান ছিল। এই ল্যাপটপের ডিজাইন, কালার, আর কার্যক্ষমতা অন্য যেকোনো সাধারন ল্যাপটপের চেয়ে উন্নতমানের। এই কোম্পানী এখন তাদের পন্য আর বাজারজাত করে না। এই ল্যাপটপের বাংলাদেরশী মূল্য মাত্র ৫২০০০০৳.
4. Ego for Bentley: $20,000-
ego
এই ল্যাপটপটি ব্রিটিশ কার তৈরিকারক ইগো এর পার্টনার হয়ে এই অসাধারন ল্যপটপটি তৈরি করেন। এটা দেখতে লেদারের তৈরি ব্যাগের মতো হলেও এতে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপের ফ্রেম তৈরি করা হয়েছে সোনা দিয়ে। এই মডেলের মাত্র ২৫০ টি ল্যাপটপ তৈরি  করা হয়েছে। বাংলাদেশি মূল্য মাত্র ১৬০০০০০৳
3. MacBook Pro 24Karat Gold: $30,000-
goldlaptop1
এই ম্যাকবুকটি কাস্টমাইজ করা হয়েছে  Computer Choppers কতৃক। এই কোম্পানী সাধারনত বিভিন্ন হাই টেক গেজেট যেমন- ল্যাপটপ, আইপ্যাড, এমনকি গেমার কন্ট্রোলার পর্যন্ত কাস্টমাইজ করে থাকে। এরা সাধারনত যেকোনো কোম্পানীর পন্য কাস্টমাইজ করে থাকে। তারা এই ম্যাকবুকটিতে ২৪ ক্যারেট সোনা ব্যবহার করেছে এবং এপলের অফিসিয়াল লোগো বসিয়ে দিয়েছে, যাতে বিভিন্ন রঙের ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। আর হ্যা এই ম্যাক এর দাম মাত্র ২৪০০০০০৳.
এতোক্ষন যা শুনছেন তা শুনছেন, তা ভুলে যান, কারন বাকী ল্যাপটপ দুটোর দাম তাদের দ্বারের কাছেও নেই...
2. Tulip E-Go Diamond: $350,000-
tulip-studded-ego-notebook1
দাম দেখে নিশ্চই মাথা ঘুরে গেলো? আমারও একই অবস্থা হয়েছিলো। কি এমন আছে এই ল্যাপটপে যা এটাকে এতো দামী করে তুললো? এটাতে সাদা সোনার প্লেট ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে অসামান্য কিছু ডায়মন্ড এর স্তর। মূলত মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, যারা একটু বেশিই ফ্যাশনেবল। এর ডিজাইন Tulip করেছে। বাংলাদেশী মূল্য মাত্র ২৮০০০০০০৳ .
অবশেষে আমরা পৌছে গেছি সেই কাংখিত ল্যাপটপে, যেটা কেনার স্বপ্ন দেখতেও আমার ভয় লাগে।
1. Luvaglio One Million Dollar Laptop: $1,000,000- 
The million dollar laptop produced by the London-based luxury manufacturer, Luvaglio, is officially known as the most expensive laptop money can buy
নিঃসন্দেহে এটাই পৃথিবীর সবচেয়ে দামী ল্যাপটপ। Luvaglio company এবং তাদের টিমের এক্সপার্ট ডিজাইনারদের অনেক সাধনার ফসল এটি। আপনি চাইলে যেকোনো ধাতুতে তৈরি ল্যাপটপ নিতে পারেন, ডায়মন্ড, সাদা সোনা, অথবা লেদারে তৈরি ল্যাপটপ নিতে পারেন। এর ১৭" এর ডিসপ্লে আর ঝকঝকে ডিসপ্লে আপনাকে অন্যারকম অভিজ্ঞতা দিবে।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com