The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, December 23, 2013

বাংলাদেশ সরকারের লোগো ডিজাইন






শুভ সকাল। কেমন আছেন সবাই, আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলেই ভাল আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা বাংলাদেশ সরকারের লোগো তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদিও আমরা সকলেই জানি লোগোটা দেখতে কেমন তারপরও কাজের সুবিধার জন্য চলুন লোগোটা এক পলক দেখে নেই।



প্রথমে ইলাস্ট্রেটরে একটা ফাইলে ওপেন করুন। টুল প্লেট থেকে Ellipse Tool এ ক্লিক করে একটি বৃত্ত আঁকুন। বৃত্তটি আঁকার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে বৃত্তটি যেন ডিম্বাকার হয়ে না যায়। বরাবরের মত Shift কী চেপে রেখে বৃত্তটি আঁকলে বৃত্তটি অবশ্যই সুবৃত্ত হবে।বৃত্ত আঁকা হল, এবার কী-বোর্ড থেকে Ctrl+T প্রেস করুন এবং যে Character প্লেট আসবে সেখানে ভাষা SuttonyMJ সিলেক্ট করে ফন্ট সাইজ প্রয়োজন অনুসারে নিয়ে নিন এবং উপরের চিত্রে Type on a Path Tool (লাল করে দেখানো হয়েছে) ক্লিক করে বৃত্তের পরিধির উপর দিয়ে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” লিখুন।



এবার আরেকটি বৃত্ত নিয়ে একইভাবে Type on a Path Tool ব্যবহার করে লিখুন “সরকার”।

এবার সরকার লেখাংশের র এর পরে যে রেখাটা আছে সেটার উপরে মাউস পয়েন্টার দিয়ে ধরে বৃত্তের ভিতরে নিয়ে আসুন দেখতে পাবেন “সরকার লেখাটি বৃত্তের ভিতরে চলে এসেছে।



এবার বৃত্তদুটিকে এ্যাডজাস্ট করুন। এ্যাডজাস্ট করতে দুইটি বৃত্তই সিলেক্ট করে Align Tool থেকে Horizontal Align Center এবং Vertical AlignCenter এ ক্লিক করুন এবং দেখুন বৃত্ত দুটি পরষ্পর কেন্দ্রে অবস্থান করছে।



এখন Ellipse টুল দিয়ে আরো দুটি বৃত্ত এঁকে নিচের চিত্রের মত সেট করুন।



এবার পেন টুল দিয়ে বাংলাদেশের একটি ম্যাপ অংকন করুন। তবে বাংলাদেশের ম্যাপ আঁকা কঠিন হলে ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করলে একটি সুন্দর বাংলাদেশের ম্যাপ পাবেন। ম্যাপটার কালার যদিও কালো তবে সুবিদা হল এটা png মুডে আছে ফটোশপে নিয়ে ম্যাজিক টুল দিয়ে এটার রঙ কালো থেকে হলুদ করে নিন এবং ইলাস্ট্রেটরে ওপেন করুন। হলুদ ম্যাপটিকে লোগোটির ঠিক কেন্দ্রে স্থাপন করুন এবং কেন্দ্রের ছোট বৃত্তটির Fill কালার লাল করে দিন। এক্ষেত্রেও Horizontal Align Center এবং Vertical AlignCenter টুল ব্যবহার করতে পারেন।



দেখতেই পাচ্ছেন লোগো মোটামুটি শেষ পর্যায়ে। এখন শুধু Star Tool ব্যবহার করে দুটি স্টার অঙ্কন করে যথাস্থানে স্থাপন করুন। এবং দেখুন ফলাফল কি হয়েছে।



আমার তৈরি মূল ফাইলটি পেতে এখানে ক্লিক করুন।

আপনারা চাইলে নিচে প্রদত্ত বাংলাদেশের মানচিত্রটিও ব্যবহার করতে পারেন।



ধন্যবাদ।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com