The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, December 23, 2013

কম্পিউটার অপারেটিং এর শত শত সমস্যার সমাধান । মাত্র 800 কেবি ওজনের একটি ই-বুক (PDF) ডাউনলোড করে রাখুন। সময়ে ইনশআল্লাহ আপনার বিশাল কাজে দিবে।



বিসমিল্লাহীর রহমানির রাহীম
আসসালামুআলাইকুম। কম্পিউটার/ল্যাপটপ আছে কিন্তু সমস্যা একটিও নাই এমন লোক আল্লাহ-তায়ালার এই দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। তবে সমস্যার যেমন অভাব নেই তেমন সমস্যা সমাধানের পথেরও তেমন অভাব নেই (আলহামদুলিল্লাহ)।


আপনার মনে আছে কি যখন প্রথম প্রথম কম্পিউটার কিনেছিলাম বা অপারেটিং করতাম, তখন কি পরিমাণ সমস্যা ফেস করতে হত। হয়ত আপনি যখন প্রথম প্রথম কম্পিউটার অপারেটিং করতেন তখন এত্তো ইন্টারনেট/ব্লগ/ফেসবুক প্রভূতি ছিল না। এখনতো অনেক তখনকার তুলনায়  যোগাযোগ ব্যবস্থ্যা অনেক উন্নত হয়েছে। যেমন আপনার সমস্যা কথাটি যদি আপনি আপনার কোন জানা-শুনা কোন ভালো হেল্প ব্লগে/গ্রুপে বলে দেন, তাহলে দেখবেন ওরা কিছুক্ষনের মধ্যেই আপনার সমস্যার সমাধান দিয়ে দিচ্ছে। কিন্তু 8/10বছর আগে এই সুবিধাগুলো বাংলার কয়জন মানুষ পেয়েছে? তখন যদি কোন সমস্যায় পড়তাম তাহলে কত্তো যে ঝামেলা হত, তা বলে শেষ করা যাবে না।

তবে এখনও দেখা যায় যারা নতুন কম্পিউটার কিনেন তাদের মধ্যে অনেকেই কিন্তু সপ্তাহে সপ্তাহে কম্পিউটারকে নিয়ে যেতে হয় সার্ভিসিং করাতে। অথচ সমস্যা কিন্তু খুব বেশী নয়। দেখা যায় মাত্র 50/60 ট‍াকা দামের একটি পাওয়ার কেব্যাল নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ঐভাইটি এই সমস্যার দরুন মনে করছে না জানি আমার কম্পিউটারের কি হয়েছে? একারণে তাকে সিপিইউটি নিয়ে যেতে হয় সার্ভিসিং এর দোকানে। শুধু তাই নয় অনেক সময় এর চেয়েও ছোট খুটিনাটি সমস্যার জন্যও চলে যেতে হয় কম্পিউটারের দোকানে।

আমার কাছে একটি ই-বুক আছে যার মধ্যে প্রায় 200/300 কম্পিউটার জনিত সমস্যার সমাধান বিস্তারিত লেখা আছে। তবে বইটি একটু পুরানা, কিন্তু খুবই কাজের। আপনি যদি মনে প্রয়োজন মনে করেন তাহলে ডাউনলোড করে রাখতে পারেন। তবে ডাউনলো করার পূর্ব শর্ত হচ্ছে এই বইটি আপনি আপনার বন্ধুদেরকেও দিয়ে সহোযগীতা করবেন।
সবাই ভাল থাকবেন

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com