The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, November 30, 2013

আপনার কম্পিউটার অটো shutdown হবে, time ফিক্সড করে দিয়ে আরামছে ঘুমিয়ে পড়ুন।

বন্ধুরা কেমন আছেন আপনারা?? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে খুবি সিম্পল এবং জটিল ও কাজের একটি টিপস শেয়ার করবো। আমরা যেহেতু নেট ইউজ করি তাই মাঝে মাঝে কিছু নাটক, মুভি ইত্যাদি ডাউনলোড করে থাকি, আর ডাউনলোড করার মুক্ষম সময়টিই রাত্রে শুভার সময়।
কিন্তু সমস্যা হল যখন ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয় তখন ঘুম ভেঙ্গে শোয়া থেকে উঠে কম্পিউটার বন্ধ করতে হয় যা খুবি বিরক্তিকর।
তাই আজ এই সমস্যাটির সমাধানটাই দেখাবো আপনাদেরকে।
কাজটি একদম সহজ, শুধু স্টার্ট মেনু থেকে run অপশন ওপেন করুন, তারপর নিচের লিখাগুলো কপি করে পেস্ট করুন...........
 shutdown.exe -s -t120

লক্ষ করুন এখানে সময়টা নির্ধারণ করা হয়েছে সেকেন্ড হিসেবে, মানে আপনি সময় যাই ফিক্সড করেন ওটা করতে হবে সেকেন্ড হিসেবে। এখানে t এর পরে যা দেখতেছেন তাহাই হল সময়,
আমি আমার কম্পিউটার ২ মিনিট পরে বন্ধ করতে চাচ্ছি তাই আমি ১২০ সেকেন্ড দিলাম।
ব্যাস আপনার কাজ শেষ, এবার আরামছে ঘুমিয়ে পড়ুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন........................

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com