The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, November 30, 2013

এক ব্রাউজারেই অনেকগুলো ফেজবুক, ইয়াহু, জিমেইল, ইত্যাদি ইত্যাদির ID তে লগ ইন করুন, একাদিক ব্রাউজারের কোন দরকার নেই।

আমার আজকের পোস্টটি আসলে মজিলা ফায়ারফক্সের একটি add ons নিয়ে, এই add ons টি ব্যাবহার করে আপনি
মজিলা ফায়ারফক্সে এক সাথে অনেকগুলো ফেজবুক, ইয়াহু , জিমেইল ইত্যাদি ইত্যাদিতে লগইন করতে পারবেন।



মানে আমরা সাধারনত একটি ব্রাউজারের মধ্যে ২ টি ফেজবুক ইত্যাদি ID তে লগইন করতে পারিনা, কিন্তু আপনি এই
add ons টির দ্বারা অনেকগুলো ID তে এক সাথে লগইন করতে পারবেন। কিভাবে করবেন এবার দেখে নিন।
প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন...........................

এবার আপনি দাগ দেওয়া অর্থাৎ সবুজ বক্সটিতে ক্লিক করুন, তারপর allow লেখা আসলে allow তে ক্লিক করুন, এবং ৬-৭ সেকেন্ড অপেক্ষা করুন ওটা নিজে নিজে ৭০ কেবির মত
ডাউনলোড হবে, তারপর নিচের মত দেখবেন...........................

এবার আপনি install now তে ক্লিক করুন, ব্যাস এবার আপনার ব্রাউজারটি restart করুন ২ বার।
এবার আপনি যে কোন ফেজবুক ID অথবা ইয়াহু ID তে লগইন করুন, তারপর ব্রাউজারের মেনু বার থেকেfile এ ক্লিক করে
new identify profile এ ক্লিক করুন, নিচে দেখুন বুঝতে সহজ হবে..............................

ব্যাস এবার আরামছে আরেকটি ফেজবুক ID অথবা ইয়াহু ID তে লগইন করুন
দ্বিতীয় কোন ব্রাউজার ছাড়াই।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন..............................

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com