ইউটিউব ব্যবহারকারী মিগুয়েল ফেলিক্স গাট একটি শিশুর মজার একটি ভিডিও ক্লিপ আপলোড করেছেন। শিশুদের স্বভাবসুলভ হাসি-কান্নার ভিডিও নয় এটি।
বরং, রেগে, তেলে বেগুনে জ্বলে রীতিমতো অগ্নিশর্মা শিশুটি। তাই মজা করে বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে রাগী শিশু। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউটিউবে এরই মধ্যে ৯ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সবকিছুতেই শিশুটি রুষ্ট হয়ে ভ্রূকুটি করে। আপনি যদি তাকে অন্য বাচ্চাদের মতোই ছোট্ট শিশু মনে করে থাকেন, তবে আপনি ভুল করছেন! শিশুটিকে মজা করে হাসাতে গেলে, ও খুশি তো হবেই না, বরং তেড়েফুঁড়ে আসার একটা দৃষ্টি আপনাকে ফিরিয়ে দেবে। বাচ্চাদের হাসানোর জন্য আপনার যতো কৌশল আছে, সেগুলোও হয়তো প্রয়োগ করে দেখতে পারেন। লাভ নেই। শিশুটির মা-ই একমাত্র ওর দুর্ভেদ্য মনের গহীনে প্রবেশ করতে পারেন। আর, সেটা নিঃসন্দেহেই সন্তানদের মনের ওপর প্রভাব বিস্তারে মায়েদের যে জাদুকরী, সম্মোহনী ক্ষমতা আছে, তার কল্যাণেই।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com