Monday, August 3, 2015
এবার আপনার সেন্ড করা মেইল নির্দিষ্ট সময় পর নিজ থেকেই ডিলিট হবে ...জিমেইলে ‘সেলফ-ডিসট্রাক্ট’ ফিচার
জিমেইলের জন্য ‘ডিমেইল’ নামের নতুন ক্রোম প্লাগইন উন্মুক্ত করেছে গুগল। এই প্লাগইনটি ব্যবহার করে প্রাপক কতক্ষণ মেইল দেখতে পারবেন, সেই সময় নির্দিষ্ট করে দিতে পারবেন প্রেরক। পাঠানোর পর নির্দিষ্ট সময় শেষে নিজে থেকেই মুছে যাবে মেইলগুলো।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডিমেইল’ প্লাগইন ব্যবহার করলে প্রথাগত ‘সেন্ড’ বাটনের পাশেই থাকবে ‘সেন্ড উইথ ডিমেইল’ বাটন। এতে পাঠানো মেইল নিজের পছন্দ মতো সময়ে মুছে দেওয়ার সুযোগ থাকবে প্রেরকের হাতে।
মেইলগুলো পাঠানোর সময় প্রেরক টাইমার ‘ইন ওয়ান আওয়ার’ বা ‘ইন ওয়ান উইক’ সেট করে দিতে পারেন। সময় শেষে নিজে থেকেই ‘সেলফ-ডিসট্রাক্ট’ করবে মেইলগুলো।
সময় নির্দিষ্ট না করে দিলেও সমস্যা নেই। টাইম ফ্রেমের স্থানে ‘নেভার’ সিলেক্ট করে দিলেই হবে। পরবর্তীতে মেইলটি মুছে দেওয়ার প্রয়োজন হলে সেন্ট ফোল্ডার থেকে খুঁজে বের করে মুছে দেওয়া যাবে। আর সবগুলো মেইলই পাঠানো হবে এনক্রিপ্টেড ফাইল হিসেবে।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com