The Largest and; Most Popular bangla Technology Social Network...

Friday, July 31, 2015

Windows 8,8.1 এর start menu করে নিন windows 7 এর মত এবং আরো স্টাইলিশ

আসসালামু আলাইকুম। আমরা অনেকেই windows 8 অথবা windows 8.1 ব্যবহার করি । কেননাা windows 8 বা windows 8.1 নিসঃন্দেহে windows 7এর চেয়ে আরো স্টাইলিশ এবং আরো নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে। windows 8,8.1 সব ফিচার ই ভাল কিন্তু আমার কাছে windows 8,8.1 এর স্টার্ট মেনু এর চেয়ে windows 7 এর স্টার্ট মেনু বেশী ভাল লাগে। তো যারা আমার মতো মনের অধিকারী তারা ছোট্ট (মাত্র ৯ মেগা) একটি সফ্টওয়ার ইন্সটল করে আপনার স্টার্ট মেনু কে নিচের মত লুক দিতে পারেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন



সফ্টওয়ারটির নাম Orbit start menu 8। এবং এটি একটি freeware সফ্টওয়ার। তাই কোন লাইসেন্স বা ক্রাক এর প্রয়োজন নেই। শুধু ইন্সটল করলেই হবে। আর এটি আপনার পিসিকে স্লো করবে না । আর এটি দিয়ে আপনি যে কোন সময় screenshot নিতে পারবেন।
তো আর বিরক্ত করব না । তাই উপর থেকে ডাউনলোড করে নিন

নির্দেশনা:
১.ডাউনলোড করে ইন্সটল করুন । তারপর আপনার পছন্দের icon সিলেক্ট করে দিন
২. যে কোন সময় screenshot নিতে শুধু alt+b চাপুন
৩. আগের স্টার্ট মেনু আনতে চাইলে স্টার্ট মেনু icon এ রাইট বাটনে ক্লিক করে Exit ক্লিক করুন
৪.যদি সফ্টওয়ার ভাল না লাগে আগের স্টার্ট মেনু  চিরদিনের জন্য ফিরে পেতে সফ্টওয়ার ঝাটা মেরে আনইন্সটল করুন

 সবাইকে ধন্যবাদ।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com