Friday, July 31, 2015
স্বয়ংক্রীয়ভাবে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন,অত্যাধিক সফটওয়্যার ইনস্টলের হাত থেকে পিসিকে মুক্তি দিন।
আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুন একটি সফটওয়্যার।
কাজে অকাজে বিভিন্ন সময় পিসিতে আমরা নানা রকম সফটওয়্যার ইনস্টল করি। অত্যাধিক সফটওয়্যারের চাপে সি ড্রাইভের যে বারোটা বাজে এটা আমরা অনেকেই বুঝতে চাই না। আবার অনেক সময় সামান্য কাজের জন্যও সফটওয়্যার ইনস্টল করতে হয়। তবে পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করলে এই ঝামেলা থাকে না। কিন্তু আমরা যে সফটওয়্যার ব্যবহার করতে চাই তার বেশীর ভাগেরই পোর্টেবল ভার্সন পাওয়া যায় না। তবে আপনি চাইলে নিজেই যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন তৈরী করতে পারেন। এই কাজটি করতে আপনার লাগবে ছোট একটি সফটওয়্যার।
সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করুন।
ব্যবহারবিধি-
১। ইনস্টলের পর setup capture চালু করে দুইবার next দিন।
২। how to install লেখা স্ক্রীন এলে মিনিমাইজ করুন।
৩। যে সফটওয়্যারটি পোর্টেবল করবেন সেটি ইনস্টল করুন(পোর্টেবল করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইনস্টলকৃত কপিটি ইচ্ছে করলে রিমোভ করে দিতে পারেন)।
৪। এখন maximize করে next-এ যান।
৫। usb flash/portable media সিলেক্ট করে next দিন।
৬। পরবর্তী ফাইল কম্প্রেস করার অপশন আসবে।ফাইল কম্প্রেস করতে না চাইলে অপশনটি আনচেক করে next দিন।
৭। সবশেষে browse project তৈরীকৃত পোর্টেবল সফটওয়্যারটি কোথায় সেভ হয়েছে তা দেখে নিতে পারেন।
হয়ে গেলো সফটওয়্যার পোর্টেবল ভার্সন।
কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন। তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে। সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com