The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, May 11, 2015

কেমন হয় যদি মেইল এলেই আওয়াজ দেয় You’ve got mail

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে Mozilla Firefox এবং Google Chrome এই দুটি ব্রাওজারে ব্যবহার যোগ্য একটি Extension  নিয়ে আলোচনা করব, যার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের মেইলে কোন মেইল এলেই  মেইল অপেন না করেই জানতে পারব কারন মেইল আসা মাত্রই আপনাকে জানিয়ে দেবে যে আপনার একটি মেইল এসেছে এমনকি মেইলটি পড়তেও পারব মেইল অপেন করা ছাড়াই । কিভাবে ? আসছি সে আলোচনাই তার আগে একটু বলি আমরা সবাই মোবাইল ব্যবহার করি কি ঠিক কিনা ? আর আমাদের মোবাইলে কোন ম্যাসেজ এলেই আমারা বুজতে পারি যে আমাদের মোবাইলে কোন একটি ম্যাসেজ এসেছে কিন্তু তা অপেন করা ছাড়া পড়তে পারিনা তাই তো ? কিন্তু আজ আমি আপনাদের সাথে যে Extension এর পরিচয় করিয়ে দিব সেখানে আপনারা সব মেইল পড়তে বা ডিলেট করতে পারবেন আপনাদের মেইল অপেন করা ছারাই , সাথে থাকছে আরও অনেক সুবিধা যা Extension ব্যবহার করলেই বুজতে পারবেন । ও হা আপনাদের তো জানানোই হয়নি Extension টি নাম কি তাইনা?  Extension টির নাম Checker Plus for Gmail .
এবার আসি কিভাবে Extension টি ব্যবহার করব ঃ-
ইন্সটল Extensionঃ-  যারা গুগল ক্রোম ব্যবহার করেন তারা এখানে ক্লিক করুন ।
আর যা মজিলা ফায়ার ফক্স ব্যবহার করেন তারা এখানে ক্লিক করুন ।
তারপর দেখুন নিচের ছবির মত একটা পেজ এসেছে সেখান থেকে লাল দাগ দেওয়া
Checker Plus for gmail 1


অপশনে ক্লিক করুন এবার দেখুন Add অথবা Cancel নামক দুটি বাটন দেখা যাচ্ছে সেখান থেকে Add বাটনে ক্লিক করুন , দেখুন নিচের ছবিতে লাল দাগ দেওয়া অপশনের মত একটা পেজ এসেছে
Checker Plus for gmail 2
এ অবস্থায় কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন আপনার কাংখিত Extension টি আপনার ব্রাওজারে যুক্ত হয়ে গেছে ।
Extension টিতে তথ্য সাজানঃ- এবার আপনি Extension টিতে যে সব সুবিধা আছে তা সাজিয়ে নিন, তার জন্য প্রথমে আপনার ব্রাওজারে জিমেইল এর যে আইকন টা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন বুঝতে না পারলে নিচের ছবিট দেখুন তারপর সেটিংস থেকে ওপশনে ক্লিক করুন ।
Checker Plus for gmail 3
দেখুন নিচের ছবির মত দেখা যাচ্ছে সেখান থেকে আপনার মেইলে কোন মেইল আসা মাত্রই যেন আপনাকে একটা আওয়াজ দিয়ে আপনাকে জানিয়ে দিতে পারে যে আপনার একটা মেইল এসেছে সে জন্য Sound অপশন থেকে (যেটা আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি ) যে কোন একটা Sound সেট করে দিন ।
Checker Plus for gmail 4

একাধিক অ্যাকাউন্ট যুক্ত করনঃ- আপনি যদি চান যে একই সাথে একাধিক জিমেইল অ্যাকাউন্ট এখানে যুক্ত করবেন সেটাও করতে পারবেন তার জন্য  Account/ Labels বাটনে ক্লিক করে Add Account বাটনে ক্লিক করে আপনার অন্যান্য Account যুক্ত করে নিন বুজতে না পারলে নিচের ছবিটি দেখুন
Checker Plus for gmail 5

আশা করি Checker Plus for Gmail  এর কাজ ঠিক মত বুঝতে পেরেছেন তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com