Wednesday, May 13, 2015
ভাসমান পাথর- ইতিহাসকে জাগরুক করে রেখেছে যে পাথর
প্রাচীন বিশাল আকৃতির একটি পাথর রয়েছে সৌদি আরবের আল-হাস্সা গ্রামে। ঐহিতবাহী এ পাথর সাধারণ মানুষের কাছে দারুণ আকর্ষণীয়। পাথরটি বছরের নির্দিষ্ট সময়ে মাটি থেকে ১১ সে.মি. শূন্যে ভেসে থাকে। ইতিহাসে জানা যায়, ১৯৮৯ সালে একজন মুজাহিদকে এ পাথরের ওপর/পাশে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। ঘটনাটি ছিল এপ্রিল মাসের।
নাম না জানা ওই মুজাহিদের স্মৃতিকে ধরে রাখার জন্য এ পাথর টুকরা সে ইতিহাসকে জাগরুক করে রেখেছে। জানা যায়, ওই মুজাহিদ ছিল একজন ধর্মপ্রচারক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ঠিক যে স্থানে তাকে হত্যা করা হয়েছিল সেখানেই প্রতি বছর এপ্রিল মাসে একটি দিনে পাথরটি আধা ঘণ্টা মাটির উপর ভাসমান থাকে। এই ভেসে থাকা পাথর টুকরা দেখার জন্য দেশ বিদেশের বহু মানুষ জড় হয়।অত্যন্ত চমকপ্রদ এই পাথর। আরও মজার ব্যাপার হচ্ছে, যখন এ ঘটনা ঘটে তখন পাথরটিতে লেগে থাকা রক্ত তাজা/ভেজা দেখা যায় এবং উজ্জ্বল হয়ে গাঢ় বর্ণ ধারণ করে। স্থানীয়রা পাথরে লেগে থাকা এই রক্ত মোছার অনেক চেষ্টা করেছে কিন্তু পরবর্তীতে আবারও পাথরের গায়ে রক্ত দেখা যায়।
:-bd
ReplyDelete