Saturday, April 4, 2015
ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি (৩য় পর্ব)
বিষয় : মন্ত্রের সাহয্যে মোমবাতি নেভানো
একটি জলন্ত মোমবাতি আমরা বিভিন্নভাবে নেভাতে পারি । যেমন -ফুঁ দিয়ে , বাতাস করে, পানি ঢেলে ইত্যাদি । কিন্তু আজ আমরা মোমবাতির আগুন নিভাব মন্ত্রের সাহায্যে । চলৃন দেখি -
<একটি জলন্ত মোমবাতি আমরা বিভিন্নভাবে নেভাতে পারি । যেমন -ফুঁ দিয়ে , বাতাস করে, পানি ঢেলে ইত্যাদি । কিন্তু আজ আমরা মোমবাতির আগুন নিভাব মন্ত্রের সাহায্যে । চলৃন দেখি -
দরকার :
১। একটি কাঁচের বোল ।
২। একটি লাইটার বা ম্যাচ ।
৩। একটি ছোট সাইজের মোমবাতি ।
৪। ১০০ মি.লি. ভিনেগার ।
৫। ০.৫ টেবিল চামচ বেকিং সোডা ।
১। একটি কাঁচের বোল ।
২। একটি লাইটার বা ম্যাচ ।
৩। একটি ছোট সাইজের মোমবাতি ।
৪। ১০০ মি.লি. ভিনেগার ।
৫। ০.৫ টেবিল চামচ বেকিং সোডা ।
সতর্কতা : এই পরীক্ষাটি ১৩ বছরের নীচে কেউ করতে যাবেন না এবং সাথে অবশ্যই প্রাপ্তবয়স্ক কাউকে রাখবেন ।
কি করবেন :
১। প্রথমে মোমবাতিটি বোলের মাঝখানে রাখুন ।
২। তারপর ১০০ মি.লি. ভিনেগার বোলের মধ্যে সতর্কতার সহিত ঢালুন । একটু মিষ্টি গন্ধ পেতে পারেন এতে ভয় পাবেন না ।
৩। এরপর লাইটারের সাহায্যে মোমবাতিটি জ্বালিয়ে দিন ।
৪। তারপর ০.৫ টেবিল চামচ বেকিং সোডা ঢেলে দিন এবং একটু দূরে সরে গিয়ে নীচের মন্ত্রগুলো মনে মনে পড়ে হাতের মুঠোয় ফুঁ দিয়ে বোলের দিকে ছুঁড়ে মারুন ।
১। প্রথমে মোমবাতিটি বোলের মাঝখানে রাখুন ।
২। তারপর ১০০ মি.লি. ভিনেগার বোলের মধ্যে সতর্কতার সহিত ঢালুন । একটু মিষ্টি গন্ধ পেতে পারেন এতে ভয় পাবেন না ।
৩। এরপর লাইটারের সাহায্যে মোমবাতিটি জ্বালিয়ে দিন ।
৪। তারপর ০.৫ টেবিল চামচ বেকিং সোডা ঢেলে দিন এবং একটু দূরে সরে গিয়ে নীচের মন্ত্রগুলো মনে মনে পড়ে হাতের মুঠোয় ফুঁ দিয়ে বোলের দিকে ছুঁড়ে মারুন ।
মন্ত্র : '' বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বাংলা ব্লগ টেকটিউনস আমার প্রিয় ব্লগ । এখানকার মডারেটর, টিউনার ও কমেন্টার সবাই সবার খুবই আপন । যারা টেকটিউনসের প্রতি অভিমান করেছে তাদের অভিমান ভেঙ্গে যাক । আর যারা টেকটিউনসের সাফল্যে ইর্ষান্বিত তাদের হিংসার আগুন নিভে যাক ।''
(এসময় বোলের মধ্যে প্রচন্ড বুদবুদ সৃষ্টি হতে পারে । এতে ভয় পাবার কিছু নেই ।)
(এসময় বোলের মধ্যে প্রচন্ড বুদবুদ সৃষ্টি হতে পারে । এতে ভয় পাবার কিছু নেই ।)
মন্ত্র কিভাবে কাজ করে :
আমরা জানি অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে । মন্ত্রের প্রভাবে বোলের মধ্যে রাখা ভিনেগার (দূর্বল এসিড) ও বেকিং পাউডার (বাই কর্বনেট) এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং অদৃশ্য কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় । এগ্যাস যখন মোমবাতির আগুনের শিখার চারপাশে ঘিরে ধরে তখন অক্সিজেনের অভাবে মোমবাতির আগুন নিভে যায় ।
আমরা জানি অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে । মন্ত্রের প্রভাবে বোলের মধ্যে রাখা ভিনেগার (দূর্বল এসিড) ও বেকিং পাউডার (বাই কর্বনেট) এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং অদৃশ্য কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় । এগ্যাস যখন মোমবাতির আগুনের শিখার চারপাশে ঘিরে ধরে তখন অক্সিজেনের অভাবে মোমবাতির আগুন নিভে যায় ।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com