Saturday, March 14, 2015
করাপ্টেড ভিডিও যেভাবে প্লে করবেন দেখুন, না দেখলে কিন্তু মিস করবেন।
আজ দুপুরে ইউটিউব ভিডিও ডাউনলোডার দিয়ে একটা ভিডিও ডাউনলোড করলাম, কিন্তু ডাউনলোডের পরে মাথায় বাঁশ হাতে হ্যারিকেন। কারণ ভিডিও টি প্লে হয় না, ভিএলসি প্লেয়ার দিয়ে প্লে করে দেখি ছবিতে ভুত লেগেছে, ভিডিও’র ভুতটি নিচের মত।
সংগ্রহে থাকা বেশ কয়েকটি প্লেয়ার দিয়ে ওপেন করলাম কিন্তু কোন ভাবেই ভুত তাড়ানো গেল না।
কি করব ভাবতে ভাবতে মনে পড়ল আমরা তো যে কোন ব্রাউজার দিয়েই ভিডিও প্লে করতে পারি, দেখি তো ব্রাউজারে ওপেন করে ভুত তাড়াতে পারি কিনা।
ব্রাউজারে ওপেন করেই দেখি ভুত ডরে পালিয়ে গিয়েছে, এবং ভিডিও টি সঠিক ভাবে প্লে হচ্ছে।
এখন দেখুন কিভাবে ভিডিও ব্রাউজারে ওপেন করবেন
যে ভিডিও টি প্লে করতে চান সে টা মাউস দিয়ে ড্রাগ করে “ব্রাউজারের যেখানে ওয়েব সাইটের অ্যাড্রেস লেখেন সেখানে ছেড়ে দিন, দেখবেন ভিডিও টা প্লে হওয়া শুরু করেছে
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com