Saturday, June 7, 2014
কী বোর্ডের যে কোন কী সহজে পরিবর্তন করে নিন আপনার প্রয়োজনীয় কী তে / আপনার নরমাল কীবোর্ড কে বানিয়ে ফেলুন মাল্টিমিডিয়া কীবোর্ডে….
" যারা ডাটা এন্টি করেন তাদের ডান সাইডে ট্যাব কী হলে খুব সুবিধা হয় আবার ল্যাপটপের প্রয়োজনীয় কী নষ্ট হলে অন্য কী দ্বারা কাজ সেরে নিতে পারবেন অথবা যাদের মাল্টিমিডিয়া কীবোর্ড নেই তারাও নরমাল কীবোর্ডকে মাল্টিফাংশন কীবোর্ডে পরিনত করতে পারবেন আশা করি।"
কাজের কথায় আসি।
সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন (External link-1 হতে ২৮০ কি.বা)
ইন্সটল করে ওপেন করুন
উপরের বক্সটি আসবে ধরুন পেজ ডাউন কী টি “ট্যাব” কী তে পরিবর্তন করবেন তাহলে “৮৬” কী টি সিলেক্ট করুন (১), Choose New Remapping হতে Tab সিলেক্ট করুন (২), Remap key প্রেস করুন (৩), Apply (৪) করলে পিসি Re Start হবে এবং পিসি চালু হলে দেখবেন পেজ ডাউন কী টি ট্যাবে পরিবর্তন হয়েছে। এভাবে প্রয়োজন অনুযায়ী (মাল্টিমিডিয়া কীবোর্ড) কী পরিবর্তন করতে পারবেন।
কাজের চাপে টিটি দেখার খুব একটা সময় পাইনা তবে একটু সময় হলে বা সমস্যায় পরলে টিটি অপেন করতে দেরী করিনা। টিটির সকলের এত সাহায্যের মন মানসিকতা দেখে আমার খুবই অবাক লাগে, বাংলাদেশের সবাই যদি এমন মানসিকতার হত তবে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। তবে কম্টেন্টের ক্ষেত্রে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে। ( আগে টিউন হয়েছে বা ছোট করে দেখা ইত্যাদী) আমার মত অনেকেই প্রতিদিন টিটি অপেন করতে পারেনা তাদের জন্য না হয় এক টিউন কয়েক বার হচ্ছে তাতে কি খুব একটা ক্ষতি হবে।
(কী বোর্ডের কী সাউন্ড এর ভাল কোন সফ্টওয়্যারের লিংক দিলে খুব উপকৃত হতাম)
সবাইকে ধন্যবাদ।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com