Wednesday, March 19, 2014
মাই কম্পিউটার থেকে প্রোপার্টিজ অপশন মুছে দিয়ে লুকিয়ে ফেলুন “System Properties” স্ক্রীণ
আপনি যদি চান মাই কম্পিউটার থেকে প্রোপার্টিজ অপশন মুছে দিয়ে লুকিয়ে ফেলতে পারেন "System Properties" স্ক্রীণ। আর এটা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে-
- এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।
- এবার ডানপাশের প্যানেলে গিয়ে একটি নতুন DWORD ভ্যালু তৈরী করুন এবং ভ্যালু নাম- NoPropertiesMyComputer, ডাটা টাইপ-REG_DWORD (DWORD Value), ভ্যালু ডাটা- (0 = Properties, 1 = No Properties অর্থাৎ প্রোপার্টিজ অপশন মুছে দিতে ভ্যালু ডাটা 1 এবং আগের অবস্থায় আনতে চাইলে ভ্যালু ডাটা 0 ) দিয়ে Modify করুন।
- ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।
এবার থেকে মাই কম্পিউটারের উপর গিয়ে রাইট ক্লিক করলে পুর্বের মতন প্রোপার্টিজ অপশন আর দেখা যাবে না, এমনকি কন্ট্রোল প্যানেলে গিয়ে System-এ ডাবল ক্লিক করেও "System Properties" খুলা যাবে না।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com