The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, March 3, 2014

আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার !!!!

8:31 PM By No comments

  বিসমিল্লাহির রহমানির রাহিম 
সবাইকে ছালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্র টিউন । এই টা শুধু যারা science এর student  তাদের জন্য । হ্যা আপনি
"Virtual chemistry laboratory" সফ্টওয়ারটি  দিয়ে
 আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার।

এটা খুব ভাল একটি সফটওয়্যার। এর সাহায্যে আপনি যে যে কাজ গুলো করতে পারবেন, তা হল-
১। আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ কতৃক আবিস্কৃত সকল মৌল এর ছবিসহ বর্ণনা
, ইতিহাস , মৌলের সংকেত, পারমানবিক সংখা, ভর,গলনাংক,স্ফুটনাংক,আইসোটপ,পারমানবিক তেজ্সক্রিয়তা দেখতে পাবেন।
২। দ্রবণীয় ও অদ্রবণীয় মৌলের তালিকা এবং মূলকের তালিকা খুব সুন্দর ভাবে ছক আকারে দেওয়া আছে।
৩। সক্রিয়তা অনুসারে মৌল সমুহের পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাস করা হয়েছে।
৪। ধাতু, অধাতু,এসিড,লবন ইত্তাদির বিভাগে অন্তর্ভুক্ত মৌলসমূহের সুদৃশ্য ছক তুলে ধরা হয়েছে।
৫। রসায়ন বিষয়ে যে কোন শব্দ সার্চ করার ব্যবস্থা করা হয়েছে।
৬।এই সফটওয়্যার দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সফটওয়্যার আপনাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে নিদির্ষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হবে। তারপর আপনাকে প্রাপ্ত নাম্বার দেওয়া হবে।
৭। আপনি ভিন্ন ভিন্ন মৌলের সাথে বিভিন্ন বিক্রিয়া ঘটাতে পারবেন, এর ফলাফল আপনাকে সমীকরণ আকারে দেখিয়ে দিবে।
৮। আপনি এখানে অনুশীলন করতে পারবেন। তবে ভুল মৌলের সাথে বিক্রিয়া করালে আগুন ধরে যেতে পারে।
৯।এর সাহায্যে আপনি বিভিন্ন মান বিভিন্ন রূপে কনভার্ট করতে পারবেন।
১০।আপনি যে অনুশীলন করেছেন বা যা শিখতে পেরেছেন তার ফলাফল এবং অভিজ্ঞতা ডায়রীতে লিখে রাখতে পারবেন।
১১।এখানে একটা ক্যলকুলেটর পাবেন। যা দিয়ে হিসাব করতে পারবেন।
১২।এর ইন্টারফেসটা খুব সুন্দর, আপনি ইচ্ছা করলে বিভিন্ন কালার দিয়ে পরিবর্তন ও করতে পারবেন।
১৩। কাজ করার জন্য আপনি টেস্টটিউব,বুন্সেন বার্নার, পিপেট, কাচনল ইত্তাদি পাবেন।

  • ছবিগুলো দেখুন:





  •                                          

    আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কি কি আছে.
    আর ইনস্টল করার পরে আর ও অনেককিছু দেখবেন ও বুঝে যাবেন আশা রাখি  । দেরী না করে বলবো যারা science নিয়ে আছেন   তারা সংগ্রহে রাখুন..............ধন্যবাদ সবাইকে।
                                                                          
                                  
     সাপোর্ট করবেঃ  Windows NT / 2K / XP / Vista / Win 7
    সফ্টওয়ারটির size:Mb 10.6
                                             

    0 comments:

    Post a Comment

    Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com