The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, March 3, 2014

কিভাবে ব্লগে কমেন্টস করার মাধ্যমে আপনার সাইটের ব্যাক লিঙ্ক তৈরি করবেন ?

প্রতিটি ব্লগার ব্লগ তৈরি করেন উদ্দেশ্য হচ্ছে ভিজিটর আর ভিজিটর মানেই ইনকামের বন্দোবস্ত । সুতরাং, কিভাবে বাড়াবেন আপনার সাইটের ভিজিটর ? এস ই ও হচ্ছে তার প্রধান অস্ত্র ।  এস ই ও আবার প্রধানতঃ দুই প্রকার - অন-পেজ এস ই ও এবং অফ-পেজ এস ই ও । আমরা আজকে আলোচনা করবো অফ-পেজ এস ই ও এর একটি শক্ত মাধ্যম ব্লগ কমেন্টিং অর্থাৎ ব্লগে কমেন্টের মাধ্যমে আপনার সাইটের এস ই ও করা অর্থাৎ আপনার সাইটের জন্য ব্যাক লিঙ্ক তৈরি করা। আপনি আপনার সাইটের জন্য যত বেশি ব্যাক লিঙ্ক তৈরি করবেন তত বেশি র‍্যাঙ্ক পাবেন গুগলের কাছে ।
ব্লগে কমেন্টস করার জন্য সবচেয়ে ভাল হচ্ছে রিলেটেড ব্লগ অর্থাৎ আপনার সাইটটি যে বিষয়ে লিখা সে বিষয় সম্পর্কিত সাইটে কমেন্টস করা , তাতে আপনার ব্যাক লিঙ্কের ভেলু বাড়বে আর সাথে কিছু ভিজিটর ও মিলবে।
ব্লগে কমেন্টস করার সময় নিচের বিষয় গুলো বেশি করে খেয়াল রাখবেনঃ
  • কমেন্টস করার পূর্বে ব্লগটি পড়ে দেখবেন যাতে করে আপনার কমেন্টস টি টপিক্স রিলেটেড হয় ।
  • অবশ্যই আপনার নাম ও ইমেইল অ্যাড্রেস লিখবেন যাতে গুগল আপনার কমেন্টস-কে স্প্যাম মনে না করে।
  • আপনার কমেন্টস টি সম্পূর্ণ করে লিখবেন, অর্ধেক করে কোন কমেন্টস করবেন না ।
  • কখনও ব্লগারের কোন সমালোচনা করবেন না বরং তাকে সাজেশন দিতে পারেন।
  • কখনও অন্যের কমেন্টস কপি পেস্ট করবেন না ।
  • কমেন্টস টি সহজ ভাষায় লিখার চেস্টা করবেন ।
  • ব্লগে কমেন্টস করার সময় আপনার সাইটের ইউ আর এল টি এইচ টি এম এল কোডের মাধ্যমে প্রয়োগ করার চেস্টা করবেন  যাতে কমেন্টস টিতে একটি হাইপারলিঙ্ক হিসেবে আপনার ইউ আর এল টি শো করে । যেমনঃ আপনি লিখলেন , "Thanks for your <a href="http://all4u.com.nu/"> nice post </a>. I hope I will see this type of post again in your blog" .  কমেন্টস পোস্ট করার পরে আপনি দেখবেন নিচের মতঃ
"Thanks for your  nice post . I hope I will see this type of post again in your blog"

আর অবশ্যই কমেন্টস পোস্ট করার সময় Dofollow ব্লগ দেখে তারপরে কমেন্টস করবেন যাতে আপনার কমেন্টসটি সাথে সাথেই পাবলিশ হয়ে যায় আর আপনি পান আপনার সাইটের একটি ব্যাক লিঙ্ক সাথে সাথেই । কমেন্টস করার সময় মনে রাখবেন সাইটের পেজ র‍্যাঙ্ক টা ও গুরুত্বপূর্ণ । কারন, সাইটের পেজ র‍্যাঙ্ক ভাল হলে ব্যাক লিঙ্কের ভেলু বাড়বে ।

1 comments:

  1. ভাই এতদিন এই postটাই খুজছিলাম। ধন্যবাদ ভাই post টি share করার জন্য।

    ReplyDelete

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com