The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, February 1, 2014

ফটোশপে লেখাকে লাইটিং ইফেক্ট প্রদান


আমাদের অনেকেরই ধারনা ফটোশপ দিয়ে শুধু ছবি ইডিট করতে হয়। কিন্তু আসলে ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা হয় না, বরং ছবি তৈরি করা হয়। ফটোশপে টেক্সটকে দারুন দারুন সব ইফেক্ট দেওয়া যায়। আজকের টিউটোরিয়াল এ আমি এ রকমই একটি ইফেক্ট  এর উপর আলোচনা করব। এটি করার জন্য প্রথমে ফটোশপ ওপেন করুন। File থেকে New ক্লিক করে অথবা কী-বোর্ড থেকে Ctrl+N প্রেস করে 800×600 pixels এবং রেজুলেশন 72 নিয়ে একটি ফাইল তৈরি করুন।







 এবার Type Tool ব্যবহার করে আপনি যে লেখাটিকে ইফেক্ট দিতে চান সেটি লিখুন। ফন্ট Arial Black ব্যবহার করতে পারেন। আমি এখানে ALOSONA লিখেছি। লেখা শেষে Ctrl+T কমান্ড দিয়ে লেখাংশটিকে সিলেক্ট করে সেটিকে ছোট বড় করে এ্যাডজাস্ট করে নিন।

 এ পর্যায়ে Layer> Rasterize> Type ক্লিক করুন। এর ফলে লেয়ারটি রাস্টারাইজ হবে। রাস্টারাইজ করার পর বর্তমান লেয়ারটির একটি ডপ্লুকেট লেয়ার নিতে হবে। এর জন্য Layer> Duplicate Layer> Ok প্রেস করুন। ডপ্লুকেট লেয়ার নেওয়ার পর Edit Menu থেকে Fill ক্লিক করুন অথবা কী-বোর্ড থেকে Shift+F5 প্রেসও করতে পারেন। এর ফলে পর্দায় একটি ডায়ালগ বক্স আসবে এবং এটির সেটিং এ কোনপ্রকার পরিবর্তন না করেই OK বাটনে প্রেস করুন। এবার চলে যান সরাসরি ফিল্টার মেনুতে। Filter মেনুতে ক্লিক করে Blur> Gaussain Blur এ ক্লিক করুন।

 Gaussian Blur এ ক্লিক করার পর যে মেনুটি আসবে সেখানে হালকা পরিবর্তন করতে হবে। যেখানে Radius বক্সে 2.0 দিয়ে OK করুন। আবারো Filter মেনুতে ক্লিক যান এবং Distort > Polar Coordinates এ ক্লিক করুন।

 উক্ত কমান্ড দেওয়ার পর পর্দায় একটি নতুন ডায়ালগ বক্স আসবে এবং সেখানে ডিফল্টভাবে Rectangular to Polar সিলেক্ট করা থাকে। এখানে সেটিং পরিবর্তন করে Polar to Rectangular এ ক্লিক করে OK করুন। এরপর চলে যান Image মেনুতে Image মেনুতে ক্লিক করে Rotation Canvas > 90 ডিগ্রী CW এ ক্লিক করুন।

 এখন আবারো Filter মেনুতে ক্লিক করে Stylize থেকে Wind এ ক্লিক করুন। Wind এ ক্লিক করার পর নতুন একটি ডায়ালগ বক্স আসবে যেখানে সেটিং অপরিবর্তিত রেখে OK বাটনে ক্লি করুন। এর ফলে লেখায় একটি ইফেক্ট দেখতে পাবেন। ইফেক্টটির পুনরাবৃত্তির জন্য কী-বোর্ড থেকে Ctrl+F প্রেস করুন।
 পরবর্তী ধাপে Image মেনু থেকে Adjustments এ ক্লিক করে Auto Levels এ ক্লিক করুন অথবা কী-বোর্ড থেকে Shift+Ctrl+L কমান্ড প্রদান করুন। আবারো Image মেনুতে যান এবং এবার Adjustments থেকে Invert এ ক্লিক করুন অথবা কী-বোর্ড থেকে Ctrl+I ও প্রেস করতে পারেন।

 এবার নিচের কমান্ড প্রদান করুনঃ
Filter > Stylize > wind এবং যে ডায়ালগ বক্সটি আসবে সেখানে কোন পরিবর্তন না করেই OK করে দিন এবং কী-বোর্ড থেকে Ctrl+F প্রেস করে একই ফিল্টার পুনরায় প্রদান করুন। এখন Image মেনুর Rotation Canvas থেকে 90ডিগ্রীCCW তে ক্লিক করুন এবং আপনার ইমেজটি নিচের চিত্রের ন্যায় দেখতে পাবেন।

 Filter মেনু থেকে Distort এ ক্লিক করে Polar Coordinates এ ক্লিক করে Rectangular to Polar এ ক্লিক করে OK বাটন প্রেস করুন।

 নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার ইমেজটি সোজা হয়ে গেছে এবং এটি একটি ইফেক্ট প্রাপ্ত হয়েছে।

 এবার Layer প্লেটের Normal এ ক্লিক করে Hard light এ ক্লিক করুন।

 এবার আমাদের আবারো Image মেনুতে ক্লিক করতে হবে Image মেনুতে ক্লিক করে Adjustments থেকে Hue/Saturation এ ক্লিক করতে হবে, কী-বোর্ড থেকে Ctrl+U কমান্ড দিলেও কাজ সাধিত হবে। এর ফলে যে ডায়ালগ বক্সটি আসবে সেখানে ডানপাশে নিচের দিকে Colorize এ ক্লিক করুন প্রথমে। এরপর Hue ৩৫, Saturation ৯০ এবং Lightness যেটা আছে সেটা রেখেই OK বাটনে প্রেস করুন।

 এবার দেখুন আমরা যে ইফেক্ট দিতে চেয়েছিলাম তা সম্পূর্ণ হয়েছে।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com