The Largest and; Most Popular bangla Technology Social Network...

Thursday, February 20, 2014

উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিক করে ড্রাইভ না খুললে যা করবেন

উইন্ডোজে অনেক সময় ডাবল ক্লিক করে ড্রাইভ খোলা যায় না। সাধারণত Autorun.inf ফাইলটির কারণে এ সমস্যা হয়ে থাকে। ড্রাইভ থেকে এ ফাইলটিকে ডিলেট করে দিলেই সমস্যা শেষ। এই ফাইলটিকে ডিলেট করার জন্য নীচের কাজগুলো করুন।
C: ড্রাইভ থেকে ডিলেট করার জন্য


১) Start থেকে Run এ গিয়ে টাইপ করুন cmd এবং enter চাপুন
২) টাইপ করুন cd.. এবং এন্টার চাপুন
৩) আবার টাইপ করুন cd.. এবং এন্টার চাপুন
৪) টাইপ করুন, attrib -r -h -s autorun.inf এবং এন্টার চাপুন
৫) টাইপ করুন , del autorun.inf এবং এন্টার চাপুন

D: ড্রাইভ থেকে ডিলেট করার জন্য
১) Start থেকে Run এ গিয়ে টাইপ করুন cmd এবং enter চাপুন
২) টাইপ করুন, d: এবং এন্টার চাপুন
৩) টাইপ করুন, attrib -r -h -s autorun.inf এবং এন্টার চাপুন
৪) টাইপ করুন , del autorun.inf এবং এন্টার চাপুন
সবগুলো ড্রাইভ থেকে এইভাবে autorun.inf ফাইলটি ডিলেট করে কম্পিউটার রিষ্টার্ট দিন। রিষ্টার্ট দেয়ার আগে ড্রাইভে না ঢুকাই ভাল।
চলুন এবার দেখি আসলে কমান্ডগুলো দিয়ে কি হচ্ছে-
run এ cmd টাইপ করাতে command prompt চালু হয়। এসময় ফোকাস c: ড্রাইভের ইউজার এর ভেতর থাকে। দুইবার cd.. টাইপ করে এন্টার চাপাতে c: ড্রাইভের Root এ প্রবেশ করা হল (মাই কম্পিউটার থেকে কোন ড্রাইভে প্রবেশ করার পর প্রথম যে উইন্ডোটি তাই ড্রাইভের Root । কিন্তু ড্রাইভে প্রবেশ করে অন্য কোন ফোল্ডারে ডাবল ক্লিক করে সেই ফোল্ডারে প্রবেশ করা মাত্র আপনি Root থেকে সরে গেলেন)। attrib দ্বারা attribute বুঝায় যার বাংলা অর্থ গুণ বা ধর্ম। এখানে attrib টাইপ করার পর স্পেস দিয়ে দিয়ে -r -h -s টাইপ করার অর্থ হল আপনি ফাইলটির Read only, Hidden, System এই তিনটি attribute  তুলে দিলেন (অনেক সময় এ তিনটি attribute এর সাথে -a ও দেয়া হয় যার দ্বারা archive বুঝায়) । এ ক্ষেত্রে ফাইলটি হল autorun.inf যার এই attribute গুলো তুলে দেয়া হল। del কমান্ড দ্বারা ডিলেট বুঝায়।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com