Saturday, February 1, 2014
কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করুন
কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন।
প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার।
২. ল্যান (LAN) ক্যাবল।
ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।
ধাপ-২: তারপর run (Win+r) এ গিয়েncpa.cpl লিখে ok দিন।
ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।
এবার আপনার কম্পিউটারে নিছের মত করে দিন :
ip-address : 192.168.1.1
subnet-mask: 225.255.255.0
আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিছের মত করে দিন :
ip-address : 192.168.1.২
subnet-mask: 225.255.255.0
তারপর ok দিয়ে বেরিয়ে আসুন।
উভয় কম্পিউটার আসলে LAN দ্বার সংযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য run(win+r) এ গিয়ে cmd লিখে ok দিলে দেখবেন যে, একটা window আসবে সেখানে ping 192.168.1.2 -t লিখে Enter চাপুন। যাদি সেখানে এ রকম লেখা আসে যে "Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64" তাহলে বুঝবেন দুইটি কম্পিউটার LAN দ্বার সংযুক্ত হয়েছে।
ধাপ-৫ : এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।
আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।
ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।
ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।
দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।
[বি:দ্র:] আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com