Saturday, February 1, 2014
ইন্টারনেটে ভাইরাসের হাত থেকে বাঁচুন এন্টিভাইরাস ছাড়াই!!!
আমরা ও আমাদের কম্পিউটিং জগতের সিংহভাগই ইন্টারনেট এর উপর নির্ভরশীল। ইন্টারনেট ছাড়া তথ্য প্রযুক্তি কল্পনাতীত জিনিস। কিন্তু এই ইন্টারনেটই আমাদের কম্পিউটারের মূল্য শত্রু ভাইরাসের প্রধান উৎস। এর হাত থেকে বাঁচার জন্য যদিও এন্টিভাইরাস ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে অনেকেই এন্টিভাইরাস ব্যবহারে অনিহা প্রকাশ করে থাকেন। আর অনেক এন্টিভাইরাস কম্পিউটারের প্রচুর পরিমাণে রিসোর্স ব্যবহার করে কম্পিউটারকে স্লো করে তুলে। তাই আজ আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে এন্টিভাইরাস ছাড়াই ইন্টারনেটে নিরাপদে থাকা যায়।
এমন যদি হয়, যে আপনি যে ওয়েব সাইটটি খুলতে যাচ্ছেন সেখানে যাওয়াটা আপনার জন্য ক্ষতিকর কিনা; কিংবা সেখানে কোন মালওয়্যার আছে কিনা তা আপনি আগে থেকেই যেনে যান? তাহলে নিশ্চই ভাল হয়? এই কাজের জন্য আপনার প্রয়োজন WOT নামের একটি প্লাগইন। যা আপনি খূবই সহজে ইন্টারনেট থেকে ইন্সটল করে নিতে পারেন।
প্রথমেই এই লিঙ্কে চলে যান।এবার নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে।
এবার এই উইন্ডোর Download Add-on বাটনে ক্লিক করুন এবং আপনার ব্রাউজারের জন্য নির্দিষ্ট এডঅনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (এই প্রসেসটি অবশ্য নিজে থেকেই হবার কথা।)
এবার যখনি আপনি কোন মালওয়্যার অ্যাফেক্টেড সাইটে প্রবেশ করতে চাইবেন তখনই নিচের মতো উইন্ডো এসে আপনাকে সতর্ক করে দেবে।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com