Monday, January 13, 2014
Youtube থেকে ভিডিও ডাউনলোড করুন একদম সহজ পদ্ধতিতে কোন রকম সফটওয়্যার ছাড়া [স্ক্রীনশট সহ দেখে নিন] 02
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজ পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিতেছি।
আমরা সম্ভবত সকলেই জানি ইউটুব একটি ভিডিও শেয়ারিং এর সাইট যেখানে প্রয়োজনীয় সব ধরনের ভিডিও পাওয়া যায়, দেখা যায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও পাওয়া যায় যা পরবর্তীতে দরকার অথবা ঐ মুহূর্তে দরকার, কিন্তু দেখা যায় যারা ডাউনলোড করার পদ্ধতি জানেন না তারা সেটা সংগ্রহ করে রাখতে পারেন না, শুদু প্রয়োজন হলে সেখান থেকে অনলাইনেই দেখে নিতে হয়, তা আমাদের দেশের নেট স্লো থাকার কারণে ভাল ভাবে তাও দেখা যায় না, তাই আমাদের গ্রুপে অনেকেই নতুনরা অথবা অনেকেই আছে জানে না তারা এসে ইউটুব থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি জানতে চায় যে, কিভাবে ইউটুব থেকে ভিডিও ডাউনলোড করব? তাই তাদের প্রতি জনকে নতুন করে কষ্ট করে বার বার বলতে হয়, তাই আমি আজ এটা নিয়ে একটি পোষ্ট করে এই সাইটে রেখে দিলাম যা, কেহ চাওয়া মাত্রই তাকে এই লিংকটি দেয়া যায় এবং নতুন করে আমার আর কষ্ট করে লেখার দরকার হবে না, এবং তাদের বুঝাতে সুবিধা হবে। তাহলে এটা আপনি কেমন করবেন? এটি বিভিন্ন রকম ডাউনলোড করা যায়, তবে আজ আমি একটি পদ্ধতি দেখাব। প্রথমে আপনার যে ভিডিওটি ডাউনলোড করা দরাকার সেই ভিডিওটিতে জান এরপরে এ্যড্রেসবারে দেখুন একটি ঠিকানা দেখা যায়,
পিক্সার-১
এই ঠিকানাটা হল ঐ ভিডিওটির ঠিকানা যে, আপনি এই মাত্র ক্লিক করে সামনে আনলেন। এটি ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে। তা হল আপনি দেখুন এ্যড্রেসবারে www.youtube.com/…………. এই রকম ঠিকানা দিয়ে শুরু। এখানে আপনি www.youtube.com এর ভিতরে Youtube লেখাটার আগে দুটি ss লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করুন। বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন।
পিক্সার-২
ইন্টারপ্রেস করার কিছুক্ষণ পরে লোডিং শেষে নিচে ছবিটির মত একটি পেজ আসবে সেখানে ডান পাশে দেখুন অনেক রকম ফরমেক্ট এবং রেজুলেশণ আছে আপনার যে, ফরমেক্ট এবং রেজুলেশনের ভিডিওটি দরকার আপনি সেটি ডাউনলোড করার জন্য ঐ ফরমেক্ট/রেজুলেশনের উপরে ক্লিক করুন তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
পিক্সার-৩
ব্যাস শেষ কাজ,
আমার কাজ হয়েছে । আপনাকে ধন্যবাদ ।
ReplyDelete