The Largest and; Most Popular bangla Technology Social Network...

Tuesday, January 28, 2014

নিয়ে নিন এনিমেশন তৈরি করার দুটি সফট (১টি 3D অপরটি 2D)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

১। লেখাকে 3D আকারে এনিমেশন তৈরি করতে Insofta 3D Text Commander কোন জুড়ি নেই। তাহলে আর দেরি এখান
থেকেডাউনলোড করে নিন। এই সফটওয়ারের সুবিধা হল ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই পোর্টেবল তো তাই, সাইজ মাত্র ১২ মেগাবাইট।
ডাউনলোড করে ওপেন করুণ।
তারপর চালু করুণ

এবার Text বক্স বাংলা লিখতে হলে MS Word থেকে এ বাংলা লিখে এখানে পেষ্ট করে দিলে হবে তারপর ফন্ট বক্স থেকে SutonnyMJসিলেক্ট করে দিন।

এবার আপনার পছন্দের লেখার কালার/ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।
এবার ছবি কে সেভ করতে হলে Save Animation বাটনে ক্লিক করে পছন্দের ফরম্যাট সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুণ।

সেভ হতে একটু সময় নিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুণ। এভাবে Camera & Position,, Light, Shadow ও Refection বাটনে ক্লিক করে আপনার 3D লেখাকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেন।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com