Wednesday, December 18, 2013
৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে। (স্ক্রিন সর্টসহ বিস্তারিত)
বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup ও Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয়।বিশেষ করে Operating System Backup ও Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত।
কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে।Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।
সফটওয়ারটি'র দারুন একটি বৈশিষ্ঠ্য হলো এর দ্বারা তৈরি ইমেজের সাইজটি অন্যান্য সফটওয়ার থেকে খুবই কম হয়ে থাকে।যেমন এই সফটওয়ার দিয়ে তৈরি আমার Windows 7 এর ইমেজ সাইজ হয়েছে মাত্র 3.58GB যার সল সাইজ 12GB।তাছাড়া ইমজে Create আর Restore এ খুব কম সময় লাগে।এছাড়া আর কিছু টুল আছে যা দিয়ে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়।
প্রথমে Acronis True Image এর পেজে গিয়ে বা softpedia থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। সসফটওয়ারটি সেটাপ দেয়ার পর এর Bootable CD তৈরি করে ফেলুন। এটি একটি প্রফেশনাল সফটওয়ার। তাই Bootable CD তৈরি করার জন্য প্রোডাক্ট কী দরকার হবে।প্রোডাক্ট কী Google এর মাধ্যমে খুঁজ করতে পারেন, কিংবা বন্ধুদের কাছে চেয়ে নিতে পারেন।অথবা কমেন্টস এ মেইল এড্রেস দিলে আমি সাহায্য করতে পারি।অবশেষে ধরে নিলাম আপনারা Bootable CD পেয়ে গেছেন।এবার চলুন কাজ শুরু করি।
ইমেজ ক্রিয়েটঃ
১।Bootable CD দিয়ে পিসি চালু করুন।নিচের মত চিত্র আসবে।Acronis True Image Home এ ক্লিক করুন।
২।নিচের মত চিত্র আসবে।এটি Acronis True Image এর HomePage.
৩।Backup এ ক্লিক করুন।
৪।Backup থেকে Disk and Partition Backup এ ক্লিক করুন।
৫।Partition লিস্ট আসবে।কোন Partition এর Backup করবেন তাতে ঠিক চিহ্ন দিন।Nextদিন।
৬।ইমেজটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দেয়ার জন্য Brows বাটনে ক্লিক করুন।
৭।নিচের মত পেজ আসবে।
৮।কোথায় সেভ করবেন ড্রাইভটি সিলেক্ট করে File Name এর জায়গায় একটি নাম দিয়ে OK দিন।
আমি D ড্রাইভে Windows 7 হিসেবে সেভ করলাম।
৯।নিচের মত চিত্র আসবে। Next দিন।
১০।Proceed এ ক্লিক করুন।
১১।নিচের মত প্রসেসিং শুরু হবে।অপেক্ষা করুন।
১২।অবশেষে Successful মেসেজ পাবেন। OK দিন।
আপনার ইমেজ তৈরি করা শেষ।
ইমেজ রিস্টোরঃ
১।হোম পেজ থেকে Recover এ ক্লিক করুন।
২।Disk Recover তে ক্লিক করুন।
৩। নিচের মত আপনার পিসিতে আগে তৈরি করে রাখা ইমেজের লিস্ট দেখাবে। একাধিক লিস্ট থাকলে ওখান থেকে একটি সিলেক্ট করে Next দিন।
৪।যদি ইমেজের লিস্ট না দেখায় তাহলে Brows বাটনে ক্লিক করে আপনার ইমজেটি কোথায় আছে দেখিয়ে দিয়ে OK দিন।
৫।নিচের মত চিত্র আসবে। Next দিন।
৬।চিত্রের মত কিছু পরিবর্তন না করে Next দিন।
৭।আপনার ইমেজটি কোন ড্রাইভে রিস্টোর করার যোগ্য এখানে সেই রকম ড্রাইভগুলোর লিস্ট দেখাবে।যেমন আমার এখানে C ড্রাইভ দেখাচ্ছে। আপনার ড্রাইভটি সিলেক্ট করে Next দিন। (MBRএ চেক মার্ক দেয়ার দরকার নেই)।
৮।আবার Next দিন।
৯।যদি এমন হয় যে আপনি C ড্রাইভে না করে অন্য কোন ড্রাইভে ইমেজটি রিস্টোর করবেন তাহলে New Location এ ক্লিক করুন।
১০।আপনার ড্রাইভটি সিলেক্ট করে Accept এ ক্লিক করুন।
১১।Proceed এ ক্লিক করুন।
১২।নিচের মত প্রসেসিং শুরু হবে।অপেক্ষা করুন।
১৩।অবশেষে Successful মেসেজ পাবেন। OK দিন।
Thanks A lot.....................Boss Great Tune...Your Site Is Very Nice...
ReplyDeleteধন্যবাদ ....এত সুন্দর কমেন্টস্ করার জন্য ।
ReplyDeleteShare korar jonno Donnobad......
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete