Tuesday, December 10, 2013
TuneUp Utilities 2012 দিয়ে আপনার পিসি এর Shortcut arrow তুলে দিন মাত্র এক ক্লিক এ ( পর্ব – ৪ )
আল্লার নাম নিয়ে আজকের এই ছোট্ট পোস্ট শুরু করছি , আশাকরি আপনাদের ভাল লাগবে । আমারা যখন কোন সফটওয়্যার ইন্সটল করি তখন সেটি ডেস্কটপে শর্ট কার্ট আকারে দ্যাখযাই , কেমন হয় যদি সেই Shortcut arrow তুলে দেন । এটা খুব সোজা এটার জন্য TuneUp Utilities তো অবশ্যয় লাগবে , কারন আমার এই পোস্ট গুল সব TuneUp Utilities নিয়ে ।
আশাকরি আপনাদের কাছেTuneUp Utilities ২০১২ আছে ,আর যদি না থাকে তাহলে এই সাইট থেকে ডাউনলোড করুন। এবার কিভাবে Shortcut arrow তুলবেন , তার জন্য নীচের টিপস গুল ফলো করুন >>>
১) প্রথমে Customize Windows এ যান তারপর Appearance of icons option এ যান , নীচের চিত্রের মত >
২) এবার দেখুন ডান পাশে Show Shortcut arrow নামে একটি বক্স এ ঠিক দেওয়া আছে সেটি তুলে দিন , তারপর Apply এ ক্লিক করুন , পিসি Restart নিবে , নীচের চিত্রের মত >
* ব্যাস এবার দেখুন আপনার Shortcut arrow আর নেই ।
* আমি যে ভাবে চিত্র তে দেখালাম হয় তো আপনার পিসি তে সে ভাবে নাও থাকতে পারে , তার জন্য আপনি এই টিপস দেখুন > Customize Windows > Visual style তে যান তা হলে নীচের চিত্রের মত পাবেন , চিত্রের দেখুন আমি বাম পাশে Appearance of icons এ লাল দাগ দিয়ে ছি তাতে ক্লিক করুন , তাহলে নীচের চিত্রের মত ডান পাশে Show shortcut arrow optin পাবেন ।
* আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে
আজকের মত এই পর্যন্ত আবার দেখা হবে , ভাল থাকবেন ।
*আল্লা হাফেজ*
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com