Monday, December 23, 2013
কম্পিউটারের হার্ডডিক্স লুকিয়ে রাখা
অনেকদিন আগে কোথায় একটা পোস্ট পড়েছিলাম ঠিকঠিক মনে নেই। তবে বিষয়বস্তু ছিল কম্পিউটারের হার্ডডিক্স লুকিয়ে রাখা। প্রয়োজন হয়নি তাই এতদিন এ ব্যপারে সিরিয়াস হইনি। কিন্তু ট্রেনিং সেন্টারে যেখানে আমি কাজ করি। কম্পিউটারের রাফ ইউজ বন্ধ করার জন্য হার্ডডিক্স লুকিয়ে রাখার প্রয়োজন দেখা দিল। অনেকদিন আগে পড়া সেই টিপসটি অ্যাপ্লাই করে দেখলাম খুব কাজ করে। অবশ্য খুব বেশি এক্সপার্ট যারা আছেন তাদের জন্য এটা নয়। তবে আমার ট্রেনিং সেন্টারে যারা আসে তাদের জন্য এটা খুব কাজের। মানে আমি যদি এই পদ্ধতিতে হার্ডডিক্সের কোন ড্রাইভ লুকিয়ে রাখি তাহলে ওদের পক্ষে হার্ডডিক্সে প্রবেশ করা সম্ভব নয়।
তো যা হোক বিষয়টি হল এই রকমঃ প্রথমে রান এ গিয়ে লিখতে হবে gpedit.msc । তবে আপনার অপারেটিং সিস্টেম যদি হয় উইন্ডোজ সেভেন তাহলে RUN (রান) খুজে পেতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি উইন্ডো কী চেপে R বাটন চাপুন, তাহলে রান চলে আসবে। এবার উপরের অই লেখাটি অর্থাৎ gpedit.msc লিখে এন্টার দিন।
gpedit.msc লিখের এন্টার দিলে নিচের চিত্রের ন্যায় মেনু আসবে।
এবার Administrative Templates এ ক্লিক করুন। এবং ডানপাশের Windows Components এ ক্লিক করে Windows Explorer এ ক্লিক করতে হবে তাহলে নিচের চিত্রের ন্যায় কনফিগারেশন বক্স পাওয়া যাবে।
এবার Hide these specified drives in My Computer লেখার উপরে ক্লিক করুন। এবং Restric all deives বা পছন্দমত ড্রাইভ নির্বাচন করে Apply এবং Ok করুন ।
আবার উক্ত লুকানো ড্রাইভ ফিরে পেতে একইভাবে Setting ট্যাবে থেকে Not Configure অপশন বাটন নির্বাচন করে Ok করলেই হবে।
হার্ডডিক্স লুকানোর পুর্বেঃ
হার্ডডিক্স লুকানোর পরেঃ
ধন্যবাদ।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com