Tuesday, December 10, 2013
এখন গুগল প্লে থেকে অ্যাপস নামান আপনার কম্পিউটার থেকেই।
হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের সাথে চরম একটি পোস্ট শেয়ার করবো।
আমরা বেশির ভাগ মানুষ ই এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি।
তোমরা জানো যে গুগল প্লে থেক অ্যাপ নামাতে হলে সরাসরি ফোন দিয়ে নামাতে হয়, কম্পিউটার থেকে কোন অ্যাপ ডাউনলোড করা যায় না। আমি নিজে এই প্রবলেম টা আমি অনেক ফেছ করিছি তাই ভাবলাম আজ টিউনমেলার সকল অ্যান্ড্রয়েড প্রমিদের সাথে এই প্রবলেম টার একটা সমাধান শেয়ার করা যাক।
তা শুরু করা যাক কি ভাবে কি করতে হবে ।
প্রথমেই এই ফাইল টি ডাউনলোড করে নাও । Real APK Leecher এটি একটি জিপ ফাইল তাই winrar অথবা 7 zip দিয়ে ফাইল টা ওপেন কর। ওপেন করার পর Real APK Leecher নামে একটি ফোল্ডার পাবে, ফোল্ডার টি ওপেন করলে এর মধ্যে ৪ টা ফাইল দেখতে পাবে। সেখান থেকে Real APK Leecher টা ইন্সটল কর ( যদি তোমাদের আগে থেকে জাভা ইন্সটল করা না থাকে তবে এখান থেক জাভা ইন্সটল করে নিতে হবে ) জাভা ইন্সটল না করলে Real APK Leecher টি রান করবে না। তাই প্রথমে জাভা ইন্সটল করেন তার পরে Real APK Leecher ইন্সটল করতে হবে।
Real APK Leecher ইন্সটল করার প্রক্রিয়া
প্রথমেই Real APK Leecher এ ডাবল ক্লিক কর। দেখবে ফাইল টা ওপেন হয়েছে। তারপর নিম্নের ছবিটির মত আসবে ।
এখন আমাদের যথা স্থানে ইমেইল পাসওয়ার্ড ডিভাইস আইডি বসাতে হবে । এখানে মনে রাখতে হবে আমরা সেই ইমেইল ও পাসওয়ার্ড টা দিব যেটা আমাদের ফোনে দেওয়া আছে । ডিভাইস আইডি বের করার জন্য *#*#8255#*#* এটা লিখে ডায়েল করতে হবে ।
ডিভাইস আইডি বসানো হলে ল্যাঙ্গুয়েজ টা ইংলিশ সেট করে সেভ বাটন এ ক্লিক করতে হবে। তার পর এ রকম একটি স্ক্রীন আসবে ।
উপরে ডান পাশে যে সার্চ বস্ক টা আছে সে খানে কাঙ্ক্ষিত অ্যাপ এর নাম লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর আমরা অনেক গুলো অ্যাপস দেখতে পাবো। এখানে বলা প্রয়োজন, যে অ্যাপস গুলো ফ্রী আমরা কেবল মাত্র সে অ্যাপস গুলো কেই ডাউনলোড করতে পারবো।
ডাউনলোড দিস অ্যাপ এ ক্লিক করে আমরা অ্যাপ টি ডাউনলোড করবো। যদি ডাউনলোড করতে কোন প্রবলেম হয় তবে আমি তো আছি ই ….।
আশাকরছি আজকের এ পোস্ট টি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com