Sunday, December 8, 2013
কিভাবে পাসওয়ার্ড শক্তিশালী করবেন।। আসুন দেখি কতোগুলো পদক্ষেপ
যখন আপনার অনলাইনের কাজ শেষ, লগ আউট হয়ে যাচ্ছেন, তখন আপনার মতো সবাই চায় তার সকল তথ্য নিরাপদে থাকুক। কারন আপনার তথ্যটির অপব্যবহার হতে পারে কিংবা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।
সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ফেসবুক আইডি হ্যাক করা। এক্ষেত্রে আপনাকে খুব শক্তিশালী ও ভালো পাসওয়ার্ড বেছে নিতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড কেবল হ্যাক করতে কঠোর হবে তা না বরং মনে রাখতে সহজও হতে হবে। যদি আপনি পাসওয়ার্ডটি মনে না রাখতে পারেন তো আপনার পাসওয়ার্ড শক্তিশালী করে কোন লাভ নাই।
আসুন দেখি পদক্ষেপগুলো কী কী:
১. কমন কোন শব্দ ব্যবহার করবেন না: অনেকেই যত সব কমন ও বহু ব্যবহৃত শব্দ ব্যবহার করে থাকে। ইউজার নেম ও পাসওয়ার্ড এক দিবেন না। সিম্পল ডিকশনারী এটাকেই আপনার পাসওয়ার্ড ভেঙ্গে যাবে।
২. ব্যক্তিগত বিস্তারিত তথ্য শেয়ার করবেন না: যদি কেউ আপনার একাউন্ট ডিটেলস এক্সেস করতে যায় তখন যেন আপনার মোবাইল নাম্বার, ফ্যামিলি, আপনি কোথায় চাকরি করেন, আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইত্যাদি তথ্য না দেখতে পায়। সে রকম প্রাইভেসি দিয়ে রাখুন। এসব জেনে গেলে পাসওয়ার্ড আন্দাজ করতে পারবে খুব সহজে।
৩. সর্বনিম্ন আটটি ক্যারেকটার ব্যবহার করুন: বড় পাসওয়ার্ড হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড। একটি ক্যারেকটার বাড়াচ্ছেন মানে কম্পিউটার কে আরও দশবার চেষ্টা করার চ্যালেঞ্জ দিচ্ছেন।
৪. একই পাসওয়ার্ড সব সাইটে ব্যবহার করবেন না: অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এত একটি একাউন্ট হ্যাকড হয়ে গেলে বাকী একাউন্টগুলোও হ্যাক হওয়ার সম্ভাবনা ও ঝুকি থাকে।
৫. আলফানিউমেরিক ক্যারেকটার ব্যবহার করুন: নাম্বার আর এলফাবেট ব্যবহার না করে @, s, $ , I, ! ইত্যাদি সাইন ব্যবহার করুন।
৬. পাসওয়ার্ড পরিবর্তন করুন: কয় দিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com