Thursday, December 12, 2013
উইন্ডোজ ৮ এ উইন্ডোজ ৭ এর স্টার্ট-মেনু ও অ্যারো-গ্লাস থিম ফিরিয়ে আনুন
শুরু থেকেই উইন্ডোজ ৮ বা ৮.১ এর নতুন ডিজাইন তুমুল সমালোচনার মুখে পড়েছে। পুরাতন স্টার্ট মেনুর বদলে স্ক্রিন জুড়ে মেট্রো স্টার্ট, সকল অ্যাপস এর তালিকা লুকোনো থাকা, ট্রান্সপারেন্ট উইন্ডো বর্ডার বাদ দেয়া থেকে শুরু করে প্রায় সব কিছুই টাচ অপটিমাইজড করা কে বেশিরভাগ ব্যবহারকারীরাই ভালো চোখে দেখেনি।
অথচ উইন্ডোজ ৮ বা ৮.১ এ অনেক নতুন ফিচার বা অপটিমাইজেশন রয়েছে যা শুধুমাত্র এর ইউআই এর জন্যে ব্যবহার না করাটা ভূল হবে। এ ক্ষেত্রে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে উইন্ডোজ ৮ বা ৮.১ এ আগের সব ইউআই ফিচার ফিরিয়ে আনা। দেখে নিন কিভাবে সেটি সম্ভব।প্রথম অংশঃ ফিরিয়ে আনুন চির পরিচিত স্টার্ট মেনু
বলা চলে অনান্য সব পরিবর্তনের মধ্যে মেট্রো স্টার্ট মেনুই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পরেছে। যেখানে এর আগের সব উইন্ডোজে আমরা ছোট একটি অ্যাপ্লিকেশন লিস্ট দেখে এসেছি সেখানে উইন্ডোজ ৮ বা ৮.১ এ দেয়া পর্দা-জোরা স্টার্ট মেনু সত্যিই বেশ বিরক্তিকর। কিন্ত বেশ সহজেই আগের স্টার্ট মেনু ফিরে পেতে পারবেন Start8 সফটওয়্যারটির মাধ্যমে।
১. প্রথমে Start8 ডাউনলোড করে ইন্সটল করে নিন। ফ্রি তে ৩০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এটি।
২. এবার Start8 ওপেন করে Windows 7 Style and Shadow Theme নির্বাচন করুন।
৩. এবার Desktop ট্যাব নির্বাচন করুন।
৪. “Disable all Windows 8 hot corners” এ ক্লিক করুন। মাউস কার্সর বিভিন্ন কোনায় নিয়ে গেলে আর কোন মেনু আসবেনা।
৫. অবশ্যই “Automatically go to the Desktop when I sign in” নির্বাচন করুন। আপনাকে আর লগিনের পর ডেস্কটপে স্টার্ট মেনুর মাধ্যমে যেতে হবেনা।
৬. খেয়াল রাখুন যেন “Disable Taskbar Transparency” তে টিক না থাকে।
৭. এবার Control ট্যাবটিতে যান।
৮. “Show the Windows 8 menu when I press the right windows key” থেকে টিক উঠিয়ে দিন। এবার আর হঠাৎ উইন্ডোজ কি তে চাপ পড়লেও মেট্রো স্টার্ট মেনু আসবেনা।
৯. এবার Start8 সেটিংস মেনু বন্ধ করে দিন।
১০. টাস্কবারে দেখতে পাবেন উইন্ডোজ ৭ এর মত একটি স্টার্ট বাটন। ক্লিক করলে ভিতরে সকল প্রোগ্রামের একটি লিস্ট পাবেন, সেগুলো তে রাইট-ক্লিক করে “Pin to start menu (Start8)” তে ক্লিক করলেই তা আপনার নতুন স্টার্ট মেনুতে পিন হয়ে যাবে।
অতঃপর এসে গেল উইন্ডোজ ৮ এ আগের সেই পুরনো স্টার্ট মেনু। এবার পালা উইন্ডো বর্ডারে ট্রান্সপারেন্সি ফিরিয়ে আনা।
দ্বিতীয় অংশঃ উইন্ডোজ ৭ এর অ্যারো থিম ইন্সটল করে নিন
১. UxStyle সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর মাধ্যমে আপনি থার্ড পার্টি থিম উইন্ডোজে ইন্সটল করতে পারবেন।
২. এই থিমটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। কোন এরোর মেসেজ আসলে তা ক্লোজ করুন, সমস্যা হবেনা।
৩. ডাউনলোড করা থিমের জিপ-ফাইলটির ভেতর থেকে “Theme Files” ফোল্ডারটির সবকিছু “C:\Windows \Resources\Themes” এ পেস্ট করুন।
৪. এবার সেখান থেকেই Aero8Rounded-Default.theme ফাইলটিতে ডাবল ক্লিক করুন। আপনার থিম পরিবর্তিত হয়ে উইন্ডোজ ৭ এর মত হয়ে যাবে।
৫. উইন্ডোজ ৭ এর অনান্য থিম ও আপনি এখন ডেস্কটপে রাইট ক্লিক করে “Personalize” মেনুতে পাবেন।
শেষ অংশঃ ট্রান্সপারেন্সি বা অ্যারো গ্লাস ইফেক্ট আনুন
১. WinAeroGlass অ্যাপটি ডাউনলোড করে নিন।
২. প্রোগ্রামটিতে কনফিগার করার কিছু নেই, শুধু চালালেই হবে। সুবিধার্থে এটিকে স্টার্ট-আপ আইটেম বানিয়ে নিন।
৩. স্টার্ট-আপে জুড়ে দিতে প্রোগ্রামটি “C:\ProgramData\Microsoft\Windows\Start Menu\Programs\Startup” ফোল্ডারে কপি করুন।
পরিশিষ্টঃ চালু করার পর লকস্ক্রিন আসা ডিজেবল করুন
১. উইন্ডোজ কি + R চেপে রান মেনু এনে তাতে regedit লিখে এন্টার দিন, registry editor চালু হবে।
২. HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows এন্ট্রি টি তে যান।
৩. রাইট ক্লিক করে Personalization নামক একটি কি তৈরি করুন। New অপশনটি থেকে Key নির্বাচন করার পর নতুন তৈরি হওয়া ফোল্ডারটির নাম পরিবর্তন করে নিন।
৪. এবার ছবির মত ডান পাশের খালি অংশে রাইট ক্লিক করে New>DWORD (32-bit) Value নির্বাচন করুন, নতুন তৈরি DWORD কে নাম বদলে NoLockScreen করে নিন।
৫. এবার DWORD টিতে ডবল-ক্লিক করে Value পাল্টে 1 করে Ok দিন, দিয়ে সব বন্ধ করে পিসি রিবুট করুন।
আশা করি এসব কিছু ঠিকঠাক মত কাজ করলে আপনার উইন্ডোজ ৮ এর মেট্রো ইউআই নিয়ে আর সমস্যা হবেনা, আপনি ঝামেলা ছাড়াই সর্বাধুনিক উইন্ডোজটি ব্যবহার করতে পারবেন।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com