The Largest and; Most Popular bangla Technology Social Network...

Thursday, December 12, 2013

কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ তে ট্যাবের নাম এবং অ্যাড্রেস বার আনবেন


 উইন্ডোজ ৮.১ এর সাথে এসেছে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বা IE 11। আপনার ভিজিট করা সাইটের স্ক্রীন বার বড় করার জন্য নতুন ভার্সনে আপনার ওপেন করা ট্যাবের নাম এবং অ্যাড্রেস বার হাইড করে রাখা হয়েছে। কিভাবে তা আগের মতো ফিরিয়ে আনবেন ?



  1. আপনার উইন্ডোজ ৮.১ এর স্টার্ট স্ক্রীন এ যান এবং সেখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ওপেন করুন ।
  2. 1
  3. ওপেন হবার পর আপনার কি-বোর্ডের উইন্ডোজ বাটন + সি ( Windows + C ) একসাথে চাপুন ।
  4. উইন্ডোজ ৮ এর নতুন ফিচার চার্ম বার ওপেন হবে । উইন্ডোজ ৮ এ মাউসকে স্ক্রীন এর একদম ডানপাশে নিয়ে ক্লিক করলে যেই নতুন বার ওপেন হয়, কিছু অপশন, মেনু সহ তাই হল চার্ম বার । চার্ম বার থেকে “Settings” এ ক্লিক করুন ।
  5. 2
  6. এরপর “options” এ ক্লিক করুন ।
  7. 3
  8. এখানে আপনি একটি স্লাইডার দেখতে পাবেন যা দিয়ে আপনি অ্যাড্রেস বার এবং ট্যাব দেখানো অন/অফ করতে পারবেন ।
  9. 45

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com