Monday, December 23, 2013
ইলাস্ট্রেটরে বাংলাদেশের জাতীয় প্রতীক তৈরি
সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করছি ঈদে সবাই অনেক অনেক মজা করেছেন। ব্যক্তিগতভাবে আমার এবারের ঈদটি ভালই কেটেছে, অনেক পুরোনো বন্ধুরা একত্রিত হয়েছিলাম। গল্প, আড্ডা, সেমাই খাওয়া ইত্যাদি ইত্যাদি। যা হোক ঈদ মানে তো এগুলোই, সকলের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠা। ভেবেছিলাম ঈদের ছুটিতে বসে বেশ কিছু আর্টিকেল লিখব। কিন্তু সময় ই পেলাম না। তবে আজ ঈদের তৃতীয় দিনের এই সুন্দর সকালে কোন কাজ নেই। তাই ভাবছি কিছু একটা লিখি। .
. . . আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো ইলাস্ট্রটরে কিভাবে বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা তৈরি করা যায়। শুরুতেই একটা বৃত্ত অংকন করুন এবং Alt চেপে এর একটি কপি নিয়ে নিচের চিত্রের ন্যায় পরষ্পরকে স্থাপন করুন।
এবার Pathfinder টুল দিয়ে কাটুন। কাটার পর নিচের চিত্রের মত তৈরি হবে।
খুব ভাল, এবার এটিকে অনুভূমিক করুন এবং Direct Selection টুল ব্যবহার করে উপরের অংশ মুছে দিন তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে join এ ক্লিক করে উভয় প্রান্ত যুক্ত করুন।
তারপর এটির একটি কপি তৈরি করে এটিকে লম্ভভাবে পরষ্পরের সাথে নিচের চিত্রের ন্যায় যুক্ত করুন এবং ডান পাশের অংশকে কালো করে দিন।
আচ্ছা, এবার এই শেপটির অসংখ্য কপি নিয়ে নিচের চিত্রের ন্যায় আঁকার চেষ্টা করুন।
পরবর্তী ধাপে কিছু বলার নেই আপনি ছবি দেখলেই বুঝতে পারবেন আশা করি।
এবার পেন টুল ব্যবহার করে পানি আকুন।
এবার একটি বৃত্ত এঁকে তার বাম পাশের অংশটুকু মুছে দিয়ে শাপলা আঁকার শেপ দিয়ে আস্তে আস্তে ধানের শীষ আঁকুন।
মনে হয় পরবর্তী ধাপ আমার বলে দিতে হবে না।
প্রতীকের উপরে যে পাটের মুকুল আছে তা পেন টুল দিয়ে আঁকুন এবং স্টার টুল দিয়ে স্টার আঁকুন।
ধন্যবাদ সবাইকে।
ফাইনাল ইমেজঃ
আমি সাদাকালো করেছি, আপনারা চাইলে কালার দিতে পারেন।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com