The Largest and; Most Popular bangla Technology Social Network...

Thursday, December 12, 2013

গুগল বুক্‌স থেকে আপনার প্রয়োজনীয় বই ডাউনলোড করুন!!


                                        

আস্‌সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আজ টিউন করছি গুগল বুক্‌স থেকে বই ডাউনলোড করা নিয়ে।




প্রায়ই আমাদের দরকারি অনেক বই গুগল বুক্‌স এ খুঁজে পাই, কিন্তু নামাতে পারিনা। GBDownloader নামে একটি সফটওয়্যার আছে, যা গুগল বুক্‌স সরাসরি pdf ফরমেটে নামায়। কিন্তু আমি অনেক চেষ্টা করেও GBDownloader দিয়ে বই নামাতে পারি নাই। পরে অনেক সার্চ দিয়ে শেষ পর্যন্ত একটি সহজ এবং সম্পুর্ণ কার্যকর উপায় পেয়েছি গুগল বই নামানোর। আমি যা বলবো তা করলেই আপনিও গুগল থেকে আপনার প্রয়োজনীয় বই নামিয়ে নিতে পারবেন।

যা লাগবেঃ

১। ফায়ারফক্স ৩.x

যা করতে হবেঃ

১। প্রথমে এখান থেকে Greasemonkey Script নামক ফায়ারফক্সের এই এড-অন্স টি ইন্সটল করে নিন। ফায়ার ফক্স রিস্টার্ট করুন।

২। এবার এই ঠিকানায় যান। এখানে ইন্সটল বাটনটি ক্লিক করুন।

গ্রিজমানকির একটি উইন্ডো আসবে। এখান থেকেও ইন্সটল ক্লিক করুন।



তাহলে গুগল বুক ডাউনলোডার ইন্সটল হবে। ফায়ারফক্স আবার রিস্টার্ট করুন।

৩। মূল কাজ শেষ। এবার গুগল বুক্‌স এ গিয়ে বই সার্চ দিয়ে বই এর উইন্ডোটি খুলুন। বাম পাশে উপরের দিকে দেখবেন Download This Book নামে একটি বাটন আছে। বাটনটি ক্লিক করে ডাউনলোড করে নিন দরকারি বইটি।



বই ডাউনলোড হবে জেপিইজি ও জিআইএফ ফরম্যাটে।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com