The Largest and; Most Popular bangla Technology Social Network...

Wednesday, December 11, 2013

প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০১] :: ঘরে বসে আরবী বর্ণমালা শিখুন





আসসালামু আলাইকুম, প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা থেকেই আরবী শিখাতে চান। তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে হয়। আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলার। এবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেন। আর যদি আপনি সময় না ও পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে নিজে থেকেই শিখে নিতে পারবে।
যদি আপনি আপনাদের ছেলেমেয়েদের আরবী শিখাতে চান অথবা নিজেই শিখতে চান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই শিখে নিতে পারেন আরবী ভাষা।
আরবী বর্ণমালা শেখার ছোট্ট একটি ফ্লাশ ফাইল ।
আকারে খুবই ছোট মাত্র ৫১৭ কেবি সাইজ। বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস।
ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।
তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই
আরবী শিখুন।।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com