Wednesday, December 11, 2013
প্রযুক্তি ব্যবহার করে আরবী শিখুন [পর্ব-০১] :: ঘরে বসে আরবী বর্ণমালা শিখুন
আসসালামু আলাইকুম, প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা থেকেই আরবী শিখাতে চান। তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে হয়। আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলার। এবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেন। আর যদি আপনি সময় না ও পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে নিজে থেকেই শিখে নিতে পারবে।
আরবী বর্ণমালা শেখার ছোট্ট একটি ফ্লাশ ফাইল ।
আকারে খুবই ছোট মাত্র ৫১৭ কেবি সাইজ। বর্ণমালাতে ক্লিক করলে উচ্চারন বলে দেয়, আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ও খুব ভালো লাগবে আমার বিশ্বাস।
ছোট্ট সোনামনিদের আরবী অক্ষর শেখানোর কাজে লাগবে পাশাপাশি বড়দেরও।
তো আর দেরি কেন ডাউনলোড করে নিজে নিজেই
আরবী শিখুন।।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com