Tuesday, December 10, 2013
উইন্ডোজের হারানো ফাইল,ছবি,ভিডিও,ড্রাইভার ফিরিয়ে আনুন মাত্র ২/১ ক্লিকে+গান নিয়ে কারবার+ফটোশপ প্লাগইন্স+আর কিছু নাই।
সবাইকে সালাম ও শুভেচ্ছা।আজ অনেকদিনপর লিখতে বসে নিজেকে নতুন নতুন টিউনার হিসেবে মনে হচ্ছে।অনুভূতিটা কিন্তু মন্দ নয়।কেমন আছেন সবাই?দেশে হরতাল,অবরোধ ইত্যাদির কারনে বুঝতে পারছি সবার অফুরন্ত ছুটি।
সঙ্গত কারনেই তাহলে সবাই ভালো আছেন।ভালো থাকুন।
অনেক যত্নে fileswap এ lynda.con এর টিউটোরিয়ালগুলো আপলোড করেছিলাম।কিন্তু fileswap ও যে মিডিয়াফায়ারের মত সতী নারীর বেশ ধারন করেছে বুঝতে পারিনি।ফলাফল বেশ কিছু ফাইল ডিলেট।এক যায় আরেক আসে।আর তাই নতুনত্বের প্রত্যাশায় নতুন কিছুর সন্ধানে খুঁজে পেলাম নতুন একটা ফাইল শেয়ারিং সাইটের।নিজে পরীক্ষা করলাম এবং বেশ বেশ বেশ ভালো লাগলো।আর তাই পরীক্ষামূলকভাবে আজকের এই টিউন।সাইটিটির নাম datafilehost যা আমার কাছে অসাধারন লেগেছে। এই সাইটে কোন নাম রেজিষ্ট্রেশনের দরকার নেই।নেই কোন কোঠা।সরাসরি ফাইল আপলোড করুন যত খুশী তবে সীমাবদ্ধতা হলো প্রতিটি ফাইল ১০০ মেগাবাইটের উপরে আপলোড করতে পারবেন না।আর শেষ দুই মাসে কোন ডাউনলোড না হলে ফাইল অটোডিলেট হয়ে যাবে।অন্য সব সাইট ১ মাসে ডিলেট করে।আর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিংবা ফায়ারফক্স দিয়ে বেশ ভালো স্পীডে ফাইল নামাতে পারবেন।দেখা যাক দু'টা স্ক্রীণ শট।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে
সরাসরি ফায়ারফক্স দিয়ে
আমি আশা করছি বাংলাদেশের স্পীড অনুযায়ী আপনারা অন্ততঃ ৪/১ পেলেও মন্দ হবে না।দেখা যাক কি হয়।আর এটি একটি পরীক্ষামূলক টিউন।ডাউনলোডে সমস্যা হলে এটিকেও বিতাড়িত করা হবে।তাহলে শুরু করা যাক টিউন।
STELLAR PHOENIX WINDOWS DATA RECOVERY PROFESSIONAL 6.0
কি মনে হয় ডাউনলোড করবেন না? আরে দূর এখানে ক্লিক করে আগে দেখেন পরে সিদ্ধান্ত নিয়েন। উইন্ডোজ যদি ব্যবহারকারী হন তবে ভাইরাসের সঙ্গেই আপনার বসবাস।বিভিন্ন সফটওয়্যার কিংবা অন্য কোন ফাইল ডাউনলোডের কারনে আপনার ্কম্পিউটারে যদি ভাইরাস ঢোকে তবে ডেটা লস হতেই পারে।সেখানে থাকতে পারে পছন্দের কিছু ছবি,ভিডিও কিংবা অন্য গুরুত্বপূর্ণ ফাইল।এবার থেকে সব হারালেও অন্ততঃ নিঃস্ব হবেন না এই গ্যারান্টি দিচ্ছি।খুঁজে পাবেন হারানো সব কিছু।যেমন---
আরো কিছু আপশন আছে কিন্তু দিলাম না।ধরা যাক আপনার ছবিওগুলো ডিলেট হয়ে গেছে। photo recovery অপশনে গিয়ে ক্লিক করে কোন ফোল্ডারে ছবিগুলো ছিলো তা দেখিয়ে দিন আর "হারিয়ে আবার পেলাম তোমায়" জাতিয় কোন গান গুন গুন করে গাইতে থাকুন।কাজ হলে আমাকে ধন্যবাদ জানাবেন আর কাজ না হলে আমাকে মাফ করে দিবেন কারন আমি নিজে পরীক্ষা করে দেখিনি কতটুকু কি উদ্ধার করতে পারে।তবে এর বানিজ্যিক মূল্য দেখে মনে হয় কাজ হবে ১০০% ।বাকিটা যে হারিয়েছে তার কপাল।
এবার আসছি ডাউনলোডের কথায়।নাহ তেমন আহামরি কোন বড় কিছু নয়।মাত্র 5.69 MB যা কয়েক মিনিটে হয়ত নামাতে পারবেন।
ওকে ডাউনলোড শেষ হলে এবার ইন্সটল করুন।করা শেষ?তাহলে (কি)জেন খুলুন এবং সেখান থেকে (সি)রিয়াল নিয়ে কপি/পেষ্ট করুন।দু'টো ছবি দেখা যাক।
ওকে স্যার আপনার কাজ হয়ে গেছে এখন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
AUDIALS ONE 10
আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে সেটা হলো "খায় দায় চাঁন মিয়া আর মোটা হয় আব্বাস"। audialas one 10 গতরাতে আপলোড করেছি আজ টিউন করবো বলে।টিউন এখনও শেষই করলাম না কিন্তু ইতিমধ্যে কে বা কারা ২২ বার ডাউনলোডের কাম সেরে ফেলেছে।
যাক কি আর করা।টাকা কামানোর ইচ্ছা থাকলে তো শুধু আপলোড করে লিঙ্ক শেয়ার করে বহু টাকা কামাতাম ঐযে এফিলিয়েট না কি যেন বলে ওগুলো করে।যাক কপাল যখন খারাপ তখন খারাপই থাক।আমার ফাটা কপালই ভালো।
প্রথমেই বলবো সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।আশা করছি আপনি ওনেক কিছু জেনে ফেলেছেন।এবার আমি সহজ বাংলায় কিছু লিখে বুঝিয়ে দিচ্ছি।এটি মূলত একটি রেডিও ট্র্যাকার কিংবা সারা বিশ্বের গান সার্চ করা একটি সফটওয়্যার।আমি বাংলাদেশের রেডিও সার্চ দিয়েছিলাম।পেয়েছি দুটা রেডিও সেন্টার।
কিংবা ধরা যাক আমি আইয়ুব বাচ্চুকে সার্চ দিলাম।এখন কথা হলো অন লাইনে আইয়ুব বাচ্চুর যতগুলো অডিও কিংবা ভিডিও ফাইল আছে সব আমার কাছে এসে হাজির।সার্চের ক্ষেত্রে যারা সাহায্য করে তারা হলো ইউটিউব,সাউন্ড ক্লাউড,ভিভো ইত্যাদি বিখ্যাত সব অডিও,ভিডিও সাইটগুলো।
এখানে দেখছি আমার পছন্দের গানটি ভিডিওতে চলছে।বেশ ভালো।কিন্তু গানটা আমার দরকার সেক্ষেত্রে আমি কি করবো?হ্যাঁ আপনি নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের গানটি।
ছবিতে আমরা দেখছি ৭% ডাউনলোড হয়ে গেছে।শুধু ডাউনলোডের কথা বলছি কেন?আপনি যে কোন গান কাটা,কনভার্ট,বার্ণ,সাউন্ড চেঞ্জ,ইত্যাদি অনেক কাজ করতে পারবেন যেগুলো করতে আপনার আলাদা সফটওয়্যার দরকার হতো।আরো আছে অনেক কিছু যা ব্যবহারেই বুঝতে পাবেন।
এবার আসছি ডাউনলোডের কথায়।সাইজ ৬০ মেগাবাইট।যারা ইচ্ছুক তারা নামিয়ে ফেলুন নীচের লিঙ্ক থেকে।
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন স্বাভাবীকভাবে।এরপর নোটপ্যাডে কিছু দেয়া আছে তা দিয়ে ফুল ভার্সন করে নিন।আশা করছি সবার ভালো লাগবে এই সফটওয়্যারটি।দেখা যাক একনজরে একটা ছবি।
আর একটা কথা বলতে ভুলে গেছি।আপনি কি এন্ড্রইড,আইফোন,আইপ্যাড,উইন্ডোজ এইট স্মার্ট ফোনের মালিক?তাহলে এপস সেন্তারে গিয়ে খুঁজে নিন এর মোবাইল ভার্সন এবং তা ফ্রী।
TOPAZ B&W EFFECTS V2.2
ফটোশপের জন্য এই প্লাগইনটি কি আমি অতীতে শেয়ার করেছি?ঠিক মনে পড়ছে না।সার্চ করেও জানতে ইচ্ছে করছে না আশাহত হওয়ার আশংকায়।দিয়ে থাকলে দিয়েছি আবার দিলাম।আমি বারবার দিতে পারলে আপনাদের বারবার নিতে অসুবিধা কোথায়???
সাদাকালোরও যে হরেক রকম রঙ থাকে তা এই প্লাগইনটি ব্যবহার করলে বুঝতে পারবেন।
শুধু এধরনের সাদাকালোই নয়,সেই সাথে আরো কিছু এডিট করতে পারবেন।বিস্তারীত জানতে ক্লিক করতে পারেন এখানে।ওকে স্যার এবার যদি আপনি মনে করেন ডাউনলোড করা দরকার তবে নামিয়ে নিতে পারেন মাত্র ৮৫ মেগাবাইটের এই ফটোশপ প্লাগইনটি।
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।তবে মনে রাখবেন ইন্সটলের সময় / c drive/programs/adobe/photoshop/plug-ins দেখিয়ে দিয়ে ইন্সটল করবেন।বুঝছি কিছুই বোঝেন নাই।ছবি দেখেন ।দেখে দেখে করেন।
এভাবে ইন্সটল করা শেষ হলে ফটোশপ খুলুন।একটা ছবি লোড করুন।এরপর চলে যান filter অপশনে।সেখানে খুঁজে পাবেন আপনার প্লাগইনটি।
হ্যাঁ দেখানো জায়গায় ক্লিক করলে আপনাকে ক্যান্সেল কিংবা ইন্টার বাটন চাপতে বল্বে।চাপুন।নতুন উইন্ডো খুলবে নীচের ছবির মত।
হ্যাঁ এটাই আপনার কর্মক্ষেত্র।তীর চিহ্নতে দেখুন menu লেখা আছে।ক্লিক করুন।দেখুন enter key আছে।যারা চোখে কম দেখেন তাদের জন্য চশমার সিম্বল দিয়েছি।নোটপ্যাডে বোধহয় কিছু আছে।কপি/পেষ্ট করে বসিয়ে নিন।কাজ শেষ।
33 PHOTO FRAMES IN PNG FORMAT FOR ADOBE PHOTOSHOP
বক বক করার কিছু নাই।৩৩ টা ফটোফ্রেম আছে ফটোশপের জন্য।যদি লাগে তবে ডাউনলোড করে ফেলুন।সাইজ মাত্র ৮১ মেগাবাইট।
আনজিপ করে বুঝে নিন ৩৩ টি নীল পদ্ম স্যরি ফটোফ্রেম।আর আপনার সুন্দর সুন্দর ছবিগুলো ফ্রেমে বন্দি করে শেয়ার করুন যেখানে খুশী কিংবা বাধিয়ে রাখুন।
আরো একটি প্লাগইন এবং দু'টি সফটওয়্যার ছিলো।আজ কেন জানিনা টেকটিউন্সে ছবি আপলোড করতে ৩/৪ মিনিট করে সময় নিচ্ছে।বুঝতে পারছি না সমস্যাটা সার্ভারের নাকি আমার কম্পিউটারের।সমস্যা যেটাই হোক আজ আর শেয়ার করা হচ্ছে না এটাই বড় কথা।তবে দেখা হচ্ছে কিন্তু আগামীতে।আর হ্যাঁ এই নতুন সাইটটি থেকে ডাউনলোডের সুবিধা/অসুবিধাগুলো জানালে বুঝতে সুবিধা হতো আগামীতে এই সাইটে আপলোড করবো কি করবো না।ভালো থাকবেন সবাই ||| আল্লাহ হাফেজ |||
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com