Monday, December 23, 2013
Android এর জন্য সেরা কয়েকটি ডিকশনারী অফলাইন
Android এখন শুধু একটি মোবাইল ফোনই নয় শিক্ষার আদর্শ উপকরন ও বটে। Android এ ডিকশনারী ব্যবহার করে আমরা জানতে পারি যে কোন শব্দের অর্থ, সাথে synonyms এবং antonyms ও শব্দের ব্যাখ্যাও। আর অ্যান্ড্রয়েডের যুগে মোবাইলে বাংলা ডিকশনারি থাকবে না তা কি করে হয়। এদের মধ্যে কংয়েকটিতে সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ আছে। আমার দৃষ্টিতে এন্ডোয়েড ডিভাইসে সেরা অফলাইন বাংলা ডিকশনারী এইগুলোই। এগুলোর মধ্যে ইংলিশ টু বাংলা ডিকশনারী ও বাংলা টু ইংলিশ ডিকশনারী ও আছে। গওগল play store এ সব গুলো ডিকশনারী এর ই রেটিং ভাল।
আপনার পছন্দেরটি এখনই ডাউনলো করে নিন। সব গুলো Android অ্যাপসডিকশনারী অফলাইন গুগল ড্রাইভে আপলো করা আছে তাই আশা করি জামেলা হবে না। আর জামেলা হলে জানাবেন।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com