Tuesday, December 24, 2013
কম্পিউটার এর Active Password না জেনেই পাসওয়ার্ড বদল
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমি আপনাদের দেখাব কি ভাবে কম্পিউটার এর Active Password না জেনে কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে করবেন ।
প্রথমে কম্পিউটার এর Start —-> Computer Select –>Right Button Select—>Manage—>System Tools Local User And Groups click —–>Click User–> এখন আপনার কাঙ্কিত ইউজার টি সিলেক্ট করে মাউস এর ডান বাটন প্রেস করুন –>এখন set password——>proceed—->এ ক্লিক করে আপনার নতুন এবং Conform Password টি দেন ।তাহলে আপনার কাঙ্কিত ইউজার এর Active পাসওয়ার্ড পরিবতন হয়ে যাবে। নিচে Screen short দেয়া হল।
।
কম্পিউটার বিষয়ক লেখাটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com