The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, November 30, 2013

XP এর মত Windows 7 এর Run অপশনকেও নিয়ে আসুন Start মেনুতে

আমরা অনেকেই একটা সমস্যায় পড়ি windows7 এর run অপশন নিয়ে, কারন আমরা যেহেতু কম্পিউটার ব্যাবহার করি সেহেতু
run অপশনটি আমাদের বার বার প্রয়োজন হয়ে থাকে, আর এই run অপশনটিকে এক্সপিতে সহজে  স্টার্ট মেনুতে পাওয়া গেলেও


windows 7 পাওয়া যায়না। পাওয়া যায় সেই all program হয়ে accessories গিয়ে অনেক ঝামেলা করে। এখন থেকে আর
ঝামেলার দরকার নেই। এক্সপির মত সেভেনেও run অপশন ব্যাবহার করুন স্টার্ট মেনুতে। তার জন্য প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে
যে কোন একটি খালি জায়গায় রাইট ক্লিক করে properties ক্লিক করুন, নিচে দেখুন……………………
এবার start menu ট্যাব হয়ে customize এ ক্লিক করুন, নিচে দেখুন………………………
এবার আপনি এখান থেকে run command খুজে বের করে সেখানে টিক চিহ্ন দিয়ে apply এবং ok করুন।
ব্যাস কাজ শেষ, এবার দেখুন স্টার্ট মেনুতে আপনার কাঙ্খিত run অপশনটি চলে আসছে।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com