The Largest and; Most Popular bangla Technology Social Network...

Sunday, November 24, 2013

উইন্ডোজ এক্সপি ভিস্তা এবং সেভেন এর password রিমুভ করুন মাএ এক মিনিটে । কি বিশ্বাস হচ্ছে না……?

প্রথমে সবাইকে আমার সালাম। উইন্ডোজ এর ইউজার password আমরা
অনেক সময় ভুলে যাই আর এর জন্য নতুন করে উইন্ডোজও Install করে ফেলি আবার অনেকে অনেক জটিল পদ্দতি অনুস্মরণ করতে

গিয়ে উইন্ডোজ এর ১২ টা বাজিয়ে ছেরে দেই। কি দরকার এত কিছু করার...? আজ আমার টিউন এর শিরোনাম দেখে হইত অনেকে অবাক হবেন কারণ এক মিনিটে কি করে এর উইন্ডোজ password রিমুভ করা যাই ?
হ্যা সেটাই দেখাব আজ আপনাদের, তার জন্য যা করতে হবে তা হল ছোট্ট একটি Bootable (ISO) software (8.44 MB) সিডিতে কপি করতে হবে, কপি শেষ হলে যে কম্পিউটারের password রিমুভ করা ধরকার সেই কম্পিউটারের CD-ROM-এ password রিমুভ করার সিডিটি ঢোকান, তার পর কম্পিউটার Restart করে CD থেকে Boot করুন, তার পর দেখবেন উইন্ডোজ এক্সপির মত সেটাপ হচ্ছে, তা দেখে ভয় পাবেন না বা ভাববেন না যে উইন্ডোজ এক্সপি সেটাপ হচ্ছে। একটু অপেক্ষা করুন দেখবেন Dos mod চলে আসছে এবং সেখানে সব গুলো ড্রাইব স্কেন করে যে ড্রাইবে উইন্ডোজ আছে সেটা দেখাবে।
প্রথম ধাপে আপনাকে ড্রাইব সিলেক্ট করতে বলবে ( ড্রাইব এর পাশে যে নাম্বার দেওয়া থাকবে সেটা চেপে এন্টার দেন)তার পর দ্বিতীয় ধাপে সব গুলো ইউজার নিছে দেখাবে এখান থকে যে ইউজার এর password রিমুভ করবেন সেই ইউজার এর পাশের যে নাম্বার দেওয়া থাকবে সেটা চেপে এন্টার দেন।তার পর আপনাকে বলবে আপনি কি সত্যি-ই password টি রিমুভ করতে চান ? উওর Yes হলে (Y) আর No হলে (N) চেপে এন্টার দিয়ে সিডি টি বের করে কম্পিউটার Restart করে দেখেন আর password দেওয়ার জন্য বলছে না। ভাল লাগলে মন্তব্য করবেন আর Bootable software টি ডাউনলোড করুন নিছের লিংক থেকে। 

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com