The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, November 30, 2013

মাত্র ১ MB এর ১ টি পোর্টেবল সফটওয়ার দিয়ে যে কোন ড্রাইভ হাইড করে ফেলুন (পৃথিবীর সব চেয়ে সহজ নিয়মে)

কেমন আছেন আপনারা? মনে হয় ভালই আছেন! কারন ভাল না থাকলেতো আর রাত জেগে নেট ইউজ করতেন না।
যাক ভাল থাকেন আর না থাকেন, কষ্ট একটু পোস্টটি দেখুন আশা করি চরম কাজে লাগবে। কম্পিউটার যেহেতু ইউজ করেন
নিজের ব্যাক্তিগত অনেক ইমেজ, ডকুমেন্ট, ফাইল, আরও কত কিছু থাকে।
আর এগুলো সবার থেকে আড়াল করতে
ফোল্ডার লক, ফাইল হাইড, জাতীয় আরও কত কিছু ব্যাবহার করতে হয়। এত কিছু না করে যদি উক্ত ড্রাইভটিই
(যেখানে গোপন ফাইল রেখেছেন) হাইড করে দেওয়া যায় তাহলে কেমন হত! টাও আবার কোন ঝামেলা ছাড়া একদম সহজ তরিকায়।
নাহ! বেশি বকবক করা উচিৎ হচ্ছেনা। তারাতারি এখানে ক্লিক করে সফটওয়ারটি নামিয়ে নিন। তারপর সফটওয়ারটির উপর ডাবল ক্লিক
করুন, দেখবেন আপনার সবগুলো ড্রাইভ দেখাচ্ছে, এবার আপনি যে ড্রাইভটি হাইড করতে তার উপর রাইট ক্লিক করে hide selected drive
এ ক্লিক করুন। একটি বক্স আসবে, yes এ ক্লিক করুন। ব্যাস এবার pc একবার restart দিয়ে দেখুনতো হাইড করা ড্রাইভটি খুজে পান কি না?
ড্রাইভটি আবার ফিরিয়ে আনতে চাইলে hide selected drive এর নিচে unhide selected drive এ ক্লিক করুন। এবং pc
পুনরায় restart করুন। ব্যাস আবার পেয়ে গেলেন আপনার ড্রাইভটি।
আজকের মত বিদায়। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। ভাল লাগলে কমেন্টস করতে ভুলবেন না।

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com