Saturday, November 30, 2013
ছবির মান ঠিক রেখে পাঁচ(৫) MB এর ছবি ২০০ KB করার অসাধারন একটি সফটওয়ার
ছবি মেইল করতে বা সংরক্ষণ করতে ছবিকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে কমপ্রেস বা সংকুচিত করতে হয়। ছবিগুলো কমপ্রেস করলে ইমেজ ফরম্যাট থেকে আর্কাইভের ফরম্যাটে তৈরি হয়। যদি ছবিগুলোকে ছবির নিজস্ব ফরম্যাটেই রেখে কমপ্রেস করা যেত, তাহলে কেমন হতো!
ছবি কমপ্রেস করার এমনই একটি দারুণ সফটওয়্যারটি হচ্ছে ‘ফাইল মিনিমাইজার পিকচারস’। এই সফটওয়্যার দিয়ে ছবিগুলোকে ৯৫ শতাংশ পর্যন্ত কমপ্রেস করা যায়। ছবি সংকুচিত করে সফটওয়্যারটি ডাইনলোড করে ইনস্টল করুন। এবার Opens File বাটনে ক্লিক করে ছবিগুলো আনুন এবং Optimize Files বাটনে ক্লিক করুন। তাহলে ছবিগুলো রাখা আছে, সেই ফোল্ডারে ছবিগুলো নতুন নামে কমপ্রেস হয়ে সেভ হবে।এ ছাড়া এক বা একাধিক ছবির ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে FILEminimizer 2.x-এ ক্লিক করলে ছবিগুলো ফাইল মিনিমাইজারে খুলবে এখানে Optimize Files বাটনে ক্লিক করলেই হবে।
সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
শুভ কামনায় আজ এ পর্যন্তই, ভাল থাকুন সবাই। “ আল্লাহ হাফেজ”
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com