The Largest and; Most Popular bangla Technology Social Network...

Saturday, November 30, 2013

পরিবর্তন করুন স্টার্ট বাটনের নাম

আমরা বেশির ভাগ ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিসেটম ব্যবহার করি। উইন্ডোজের ডেস্কটপের নিচের দিকে যে সোজা বারটি আছে একে টাস্কবার বলে আর টাস্কবারের বামদিকে যে বাটনটি আছে একে স্টার্টবাটন বলে, এটা আমরা সবাই জানি।
তবুও বললাম আর কি। তো দেখুন স্টার্ট বাটনে Start লেখা দেখা যাচ্ছে। আপনি চান এটি পরিবর্তন করে আপনার নাম লেখতে, তাই না? হ্যাঁ তাই তো আপনাদের জন্য আমার এই টিউন। আসুন এবার কাজে,
নাম পরিবর্তন করতে আপনাকে উইন্ডোজের Explorer.exe ফাইলটি মডিফাই করতে হবে। এজন্য আপনাকে ‘রিসোর্স হ্যাকার’ নামের সফটওয়্যারটি প্রয়োজন হবে। সফটওয়্যারটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন। উইন্ডোজের যে কোন ফাইল বা ফোল্ডার পরিবর্তন করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ। কারণ ফাইলের সমস্যা হলে আপনার ব্যবহৃত উইন্ডোজটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সর্তকতার সাথে পরিবর্তন করুন, পরিবর্তন করতে গিয়ে কোন অঘটন ঘটলে লেখক দায়ী নয়।
১। রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি চালু করুন।
২। File Menu >>> Open এ ক্লিক করুন।
৩। C:\Windows\explorer.exe ফাইলটি খুলুন। এর আগে ফাইলটি ব্যাকআপ করে রাখুন।
৪। বামদিকের প্যানেল থেকে String Table >>>37 >>> 1033 >>> 578 কলামে যান।
৫। এবার Start এর পরিবর্তে Wonderboy লিখুন এবং Compile Script বাটনে ক্লিক করুন।
৬। আবার String Table >>> 38 >>> 1033 >>> 595 এ যান।
৭। Start এর পরিবর্তে Wonderboy লিখুন এবং Compile Script বাটনে ক্লিক করুন।
৮। এবার File >>> Save as এ ক্লিক করুন এবং wonderboyexplorer.exe নামে সেভ করুন।
৯। রিসোর্স হ্যাকার সফটওয়্যারটি বন্ধ করুন এবং রেজিষ্ট্রি এডিটর খুলুন (Start >>> Run এ গিয়ে Regedit লিখে এন্টার করুন)।
১০। HKEY_LOCAL_MACHINE\Software\ Micreosoft\Windows NT\CurrentVersion\Winlogon যান।
১১। ডান দিকে অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এখানে Shell নামের ফাইলটি ডাবল ক্লিক করুন।
১২। এবার explorer.exe এর পরিবর্তে wonderboyexplorer.exe লিখে এন্টার করুন এবং রেজিষ্ট্র এডিটর বন্ধ করুন।
সবশেষে কম্পিউটার রিস্টার্ট দিন।
সফটওয়্যারটি ডাউনলোড লিংক এখানে..................
ধন্যবাদ সবাইকে অনেক শুভেচ্ছা
মন্তব্য করা ছাড়া চলে যাবেন না.................

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com