Thursday, November 28, 2013
হার্ডডিস্কের পার্টিশন কমাতে বা বাড়াতে চান ? এখানে দেখুন !
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন একটি সফটওয়্যার। এ সফটওয়্যার দিয়ে আপনি নিমিষে আপনার হাডডিস্কের পাটিশন বদলাতে পারবেন। ইচ্ছা মত খুব সহজে হাডডিস্কের পাটিশন তৈরী করতে পারবেন এবং রিসাইজ করতে পারবেন। আপনাকে আর পিসি সেটআপ দেওয়ার
প্রয়োজন নেই। খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। প্রথমে আপনাকে সফটওয়্যার টি সেটআপ দিতে হবে।
প্রয়োজন নেই। খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। প্রথমে আপনাকে সফটওয়্যার টি সেটআপ দিতে হবে।
.
►১মেএখানে ক্লিক করে সফটওয়্যার টি ইন্সটল করে চালু করুন।
ধরুন আপনি J:PELU drive কে partition করবেন। এখন J:PELU drive এর উপর right click করে split এ click করুন এটি হবে নিচের মত
এখানে new partition size এ আমি ১০ জিবি দিলাম। তবে এটি দিতে হবে drive এর free size এর থেকে। ওকে দিন।
দেখুন L: নামে নতুন একটি partition তৈরী হয়েছে।
এবার apply এ click করুন।
yes দিন
অপেক্ষা করুন।
কাজ হয়ে গেছে।
দেখুন নতুন drive হয়ে গেছে।
0 comments:
Post a Comment
Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com