The Largest and; Most Popular bangla Technology Social Network...

Monday, November 25, 2013

3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!!

সব সময়তো 3D মুভির কথা শুনে এসেছেন। 3D ডেস্কটপের কথা শুনেছেন? যারা লিনাক্সে আছেন তারা হয়তো এর স্বাদ আগেই নিয়েছেন। 3D ডেস্কটপ বলতে মাল্টি ডেস্কটপ বুঝাচ্ছি। অর্থাৎ এক পিসিতেই অনেকগুলা ডেস্কটপ। কি এখনও বুঝতে পারছেন না? তাহলে নিচের ছবিটা দেখেন। তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে।

df

এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
  • একসাথে ৬টি ডেস্কটপের সুবিধা।
  • 3D স্টাইলে ডেস্কটপ প্রদর্শন।
  • এক ডেস্কটপ থেকে অন্য ডেস্কটপে যেতে মাউস বা কীবোর্ড ব্যবহার করতে পারবেন।
  • ইচ্ছা করলে প্রত্যেক ডেস্কটপে আলাদা আলাদা ওয়াল পেপার সেট করতে পারবেন।
  • ভিন্ন ভিন্ন আইকন দিতে পারবেন।
  • এক সাথে অনেক কাজ করতে পারবেন।

কি কি করতে পারছেন 3D ডেস্কটপে?

  • ৬টি ডেস্কটপে আপনি আপনার মনের মতো ভিন্ন ভিন্ন আইকন,এপ্লিকেশন চালু রাখতে পারবেন।
  • এক কথায় বলবো অসাধারন ডেস্কটপের অনুভতি।

বিস্তারিত এখানেযেভাবে ব্যবহার করা শুরু করবেনঃইন্সটল করার পর চালু করুন। তাহলে দেখবেন নিচের মতো আইকন এসেছেdfএখানে রাইট ক্লিক করলে কিছু অপশন আসবে।এভাবে সিরিয়ালে ১-২-৩-৪-৫-৬ ডেস্কটপ দেখতে পারবেন। আপনি চাইলে আলাদা নাম দিতে পারেন।আশা আর বিস্তারিত বলে দিতে হবে না।এবার চলুন কিছু চমৎকার ডেস্কটপের ছবি দেখিdfdfdfচালাতে যা যা লাগবেঃWindows XP SP2, Windows Vista, Windows Vista 64-bit, Windows 7, Windows 7 64-bit, Windows 8, and Windows 8 64-bit.800 Mhz CPU.256 MB RAM.16 MB DirectX 8.1 compatible video card *.* Minimum ATI Radeon 7200 or nVidia GeForce 2 required. Video cards based on the nVidia TNT2, ATI Rage Pro/128, and Intel Extreme chipsets may work, but are not supported.ডাউনলোড লিঙ্কঃDeskSpace

0 comments:

Post a Comment

Contract: Mob:01977558889,01930960310 Email: juwelbdonline@gmail.com